হিজবুল্লাহ টের পাবে: নেতানিয়াহু

লেবাননের প্রতিরোধ ফ্রন্ট হিজবুল্লাহকে ইসরায়েলের ওপর রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার ভয়াবহ পরিণতি দেখাতে চান দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
রবিবার জেরুজালেমে নিজের কার্যালয়ে রেকর্ড করা এক বার্তায় নেতানিয়াহু বলেন, 'ইসরায়েল হিজবুল্লাহর ওপর এমন এক আঘাত হেনেছে যা কল্পনাও করা হয়নি। হিজবুল্লাহ যদি বিষয়টি এখনই বুঝতে না পারে, তাহলে বুঝবে (শিগগির)।
তিনি আরও বলেন, আমরা আমাদের উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপদে তাদের বাড়িতে ফিরিয়ে দিতে দৃঢ় প্রতিজ্ঞ। এ ব্যাপারে যদি হিজবুল্লাহ না জেনে থাকে তবে আমি তাদের জানানোর জন্য প্রতিজ্ঞা করছি। তারা এই খবর পাবেই।
নেতানিয়াহু বলেন, কোনো দেশই তার নাগরিকদের ওপর ও শহরগুলোতে আক্রমণ সহ্য করতে পারে না। ইসরায়েল রাষ্ট্রও এসব সহ্য করবে না। নিরাপত্তা ফিরিয়ে আনতে আমাদের যা যা করা প্রয়োজন আমরা সে সবকিছু করব।
(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/টিটি/ইএস)

মন্তব্য করুন