বিদ্রোহী সশস্ত্র বাহিনীগুলোকে সংলাপে বসার আহ্বান মিয়ানমার সেনাপ্রধানের

​​​​​​​ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫৫| আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩১
অ- অ+

জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকে সংঘাত পরিহার করে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন মিয়ানমারের সেনাপ্রধান সামরিক শাসক মিন অং হ্লাইং। তবে বিরোধী পক্ষগুলো এই আহ্বান প্রত্যাখ্যান করেছে। খবর আল জাজিরার।

মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার শুক্রবারের এক প্রতিবেদনে জানায়, সশস্ত্র সন্ত্রাসী পথ পরিত্যাগ করে টেকসই শান্তি ও উন্নয়নের জন্য জাতিগত সশস্ত্র সংগঠন এবং পিডিএফ সন্ত্রাসীদের রাষ্ট্রের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

অভ্যুত্থানে অপসারিত আইনপ্রণেতাদের মধ্য থেকে কিছু সংখ্যক সদস্য নিয়ে গঠিত জাতীয় ঐক্য সরকার (এনইউজি) এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

এনইউজির মুখপাত্র নে ফোন লাট এটি বিবেচনা যোগ্য নয় বলে জানান।

পর্যবেক্ষক গোষ্ঠী অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স জানায়, সামরিক অভ্যুত্থানের পর থেকে সেনাবাহিনী প্রায় পাঁচ হাজার ৭০৬ জনকে হত্যা করেছে এবং ২১ হাজার মানুষকে আটক করেছে।

অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিকে (এনএলডি) ক্ষমতায় ফিরিয়ে আনার নির্বাচনে জালিয়াতির দাবি করা জেনারেলরা নতুন নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন। যদিও জালিয়াতির বিষয়টি প্রমাণিত নয়।

তারা নির্বাচনের তারিখ দেয়নি, তবে ২০২৩ সালের জানুয়ারিতে তারা কঠোর নতুন নির্বাচনি আইন ঘোষণা করে। এর ফলে এনএলডিসহ বেশ কিছু রাজনৈতিক দলকে বাদ দেওয়া হয়।

অধিকারভিত্তিক নীতি ও অ্যাডভোকেসি গ্রুপ প্রগ্রেসিভ ভয়েস এক বিবৃতিতে জানায়, জান্তা সরকার পতনের দ্বারপ্রান্তে রয়েছে। এই নির্বাচন মিথ্যাকে বৈধতা দেওয়ার জন্য এবং ভুয়া গণতন্ত্রের জন্য একটি চাল ছাড়া আর কিছুই নয়।

১৯৪৮ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভের পর কয়েক দশক ধরে সামরিক শাসনের অধীনে ছিল মিয়ানমার। ওই শাসকরা তাদের দমন-পীড়ন অব্যাহত রাখার আগে নির্বাচনের প্রস্তাবও দিয়েছিল।

বার্মা ক্যাম্পেইন ইউকের পরিচালক মার্ক ফার্মানার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ‘সামরিক বাহিনী সম্ভবত আশা করেছিল যে বর্তমান প্রজন্মের কূটনীতিকরা জানেন না, এটি তাদের কয়েক দশক পুরানো প্লেবুক থেকে এসেছে।’

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/টিটি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কৃত্রিম চিনি জটিল রোগের ঝুঁকি বাড়ায়, বিকল্প হিসেবে যেসব খাবার খাবেন
গাজায় ইসরায়েলি হামলায় ৪৩ জন নিহত
থানায় নিয়ে যাওয়ার সময় দুই পুলিশকে সন্দেহভাজন আসামির হাতুড়িপেটা
ভেষজ দেশি গাব ক্যানসার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা