সরকারি চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির বিষয়ে কমিটি গঠন

সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধির দাবি বিবেচনা ও পর্যালোচনার জন্য কমিটি গঠন করেছে সরকার। একজন সাবেক সচিবকে প্রধান করে এই কমিটি করা হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান এ তথ্য জানান।
জনপ্রশাসন সচিব বলেন, ‘সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার বিষয়ে আন্দোলন ও দাবির পরিপ্রেক্ষিতে এই কমিটি করা হয়েছে।’
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছেন চাকরিপ্রত্যাশীরা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পরও এ নিয়ে আন্দোলনে নামেন চাকরিপ্রত্যাশীরা। আজ সোমবারও শাহবাগে অবস্থান নিয়েছেন তারা। পরে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন। সেখান থেকে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। তবে আন্দোলনরত চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ চান। প্রধান উপদেষ্টা ছাড়া অন্য কারো সঙ্গে তারা আলোচনা করতে রাজি নন।
(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/এসআইএস)

মন্তব্য করুন