জামালপুরে অনৈতিক কাজের অভিযোগে ইউপি সদস্যকে গণপিটুনি

জামালপুরের মেলান্দহে এক গৃহবধূর সাথে অনৈতিক কাজ করার সময় মো. আরিফুল ইসলাম সুমন (৩৫) নামে এক যুবলীগ নেতা ও ইউপি সদস্যকে আটক করে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা।
বুধবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার আদ্রা ইউনিয়নের আদ্রা ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ইউপি সদস্য আটকের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ইউপি সদস্য মো. আরিফুল ইসলাম সুমন আদ্রা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং আদ্রা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।জানা যায়, উপজেলার আদ্রা ইউনিয়নের আদ্রা ফকিরপাড়া এলাকায় গ্রামের নুরনবীর স্ত্রী সাহিদা বেগমের সাথে নাওঘাটা এলাকার মৃত মজনু মেম্বারের ছেলে ইউপি সদস্য আরিফুল ইসলাম সুমনের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এরই সূত্র ধরে বুধবার গভীর রাতে সাহিদা বেগমের সাথে সুমন অবৈধ সম্পর্কে লিপ্ত হয়। এসময় এলাকাবাসী তাকে আটক করে গণপিটুনি দিয়ে ছেড়ে দেয়।
এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য ও যুবলীগ নেতা মো. আরিফুল ইসলাম সুমনের মোবাইলে একাধিক বার কল দিলেও তাকে পাওয়া যায়নি।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান বলেন, এখনো এ ঘটনায় কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
(ঢাকা টাইমস/১৭অক্টোবর/এসএ)

মন্তব্য করুন