জামালপুরে অনৈতিক কাজের অভিযোগে ইউপি সদস্যকে গণপিটুনি 

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ অক্টোবর ২০২৪, ১৭:২৭
অ- অ+

জামালপুরের মেলান্দহে এক গৃহবধূর সাথে অনৈতিক কাজ করার সময় মো. আরিফুল ইসলাম সুমন (৩৫) নামে এক যুবলীগ নেতা ও ইউপি সদস্যকে আটক করে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা।

বুধবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার আদ্রা ইউনিয়নের আদ্রা ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ইউপি সদস্য আটকের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ইউপি সদস্য মো. আরিফুল ইসলাম সুমন আদ্রা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং আদ্রা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।

জানা যায়, উপজেলার আদ্রা ইউনিয়নের আদ্রা ফকিরপাড়া এলাকায় গ্রামের নুরনবীর স্ত্রী সাহিদা বেগমের সাথে নাওঘাটা এলাকার মৃত মজনু মেম্বারের ছেলে ইউপি সদস্য আরিফুল ইসলাম সুমনের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এরই সূত্র ধরে বুধবার গভীর রাতে সাহিদা বেগমের সাথে সুমন অবৈধ সম্পর্কে লিপ্ত হয়। এসময় এলাকাবাসী তাকে আটক করে গণপিটুনি দিয়ে ছেড়ে দেয়।

এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য ও যুবলীগ নেতা মো. আরিফুল ইসলাম সুমনের মোবাইলে একাধিক বার কল দিলেও তাকে পাওয়া যায়নি।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান বলেন, এখনো এ ঘটনায় কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকা টাইমস/১৭অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে হবে, প্রবেশ করা যাবে না বাসায়, থাকছে যেসব নিষেধাজ্ঞা
২২ বছর পর ৫ মে স্কাইপ চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে
দোহার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হক গ্রেপ্তার
‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালাল ইয়েমেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা