ইসরায়েলি হামলায় ইরানের দুই সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২৪, ১৮:১২
অ- অ+

চলতি মাসের শুরুতে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে শনিবার ইরানের রাজধানী তেহরানসহ একাধিক শহরে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। যদিও ইসরায়েলি হামলা সফলভাবে প্রতিহতের দাবি করেছে ইরান। তবে এ হামলায় দুই ইরানি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। খবর ইরনার।

শনিবার দুপুরে এক বিবৃতিতে ইরানি বাহিনী বলছে, ‘অপরাধী ইহুদিবাদী ইসরায়েলের ক্ষেপণাস্ত্রের হামলা থেকে ইরানের নিরাপত্তা রক্ষা করতে এবং ইরানি জনগণ ও স্বার্থের ক্ষতি রোধ করতে গিয়ে আমাদের দুই সৈন্য প্রাণ হারিয়েছে।’

তবে হামলার স্থান বা ক্ষয়ক্ষতির পরিমাণ বিবৃতিতে উল্লেখ করেনি ইরানি বাহিনী।

এদিকে ইসরায়েলের হামলা সফলভাবে প্রতিহতের দাবি করেছে ইরান। দেশটি বলছে, তাদের সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের অধিকাংশ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দিয়েছে। তবে কিছু হামলা ঠেকাতে যায়নি, যাতে সামান্যই ক্ষয়ক্ষতি হয়েছে।

ইরানের সামরিক বাহিনীর সংশ্লিষ্ট মেহের নিউজ এজেন্সি জানায়, তেল আবিব সরকার শনিবার ভোরে তেহরান, খুজেস্তান এবং ইলাম প্রদেশের বেশ কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। আকাশ প্রতিরক্ষা বাহিনী সফলভাবে হামলা প্রতিহত করে। যার ফলে তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, চলতি মাসের শুরুর দিকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলে ইরানের হামলার প্রতিক্রিয়া হিসাবে তারা ইরানের সামরিক স্থাপনার বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে। এ হামলা আপাতত শেষ হয়েছে। যদি ইরান হামলা চালায় তাহলে দেশটিতে ফের হামলা চালানো হবে।

আইডিএফ ইরানে অভিযানের নাম দিয়েছে ‘অনুতাপের দিন’।

ইসরায়েলি সেনাবাহিনীর মতে, ইসরায়েল থেকে প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটার দূরের হামলায় ফাইটার জেট, রিফুয়েলার্স এবং স্পাই প্লেনসহ কয়েক ডজন ইসরায়েলি বিমান অংশ নেয়। জটিল এই অপারেশনের পর সব বিমান নিরাপদে ইসরায়েলে ফিরে যায়।

(ঢাকাটাইমস/২৬অক্টোবর/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কৃত্রিম চিনি জটিল রোগের ঝুঁকি বাড়ায়, বিকল্প হিসেবে যেসব খাবার খাবেন
গাজায় ইসরায়েলি হামলায় ৪৩ জন নিহত
থানায় নিয়ে যাওয়ার সময় দুই পুলিশকে সন্দেহভাজন আসামির হাতুড়িপেটা
ভেষজ দেশি গাব ক্যানসার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা