সিলেট সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

সিলেট সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি।
শনিবার দুপুরে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি'র একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অভিযানে সিলেট জেলার সীমান্ত এলাকা থেকে ১২৪টি ভারতীয় শাড়ি, ৩৭৫ কেজি রিকুইটি মান্টোডেক্সট্রিন পাউডার, ২৮৪ প্যাকেট ভিক্স চকলেট, ৭টি কম্বল, ২০ বোতল মদ, ১৯৬০ কেজি রসুন, একটি ডিআই পিকআপ ও অবৈধ পাথর উত্তোলন কাজে ব্যবহৃত ৬টি নৌকাসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়।
এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক ৮৩ লাখ ৫৩ হাজার ৪৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, জব্দ করা ভারতীয় চোরাচালানের মালামাল স্থানীয় কাস্টমসে জমা দেওয়া হবে। এছাড়া সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
(ঢাকা টাইমস/২৬অক্টোবর/এসএ)

মন্তব্য করুন