বিটিভিতে জেলা প্রতিনিধি হিসেবে কাজের সুযোগ, লাগবে যে যোগ্যতা

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৬ নভেম্বর ২০২৪, ১৩:০৭| আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১৫:৫৬
অ- অ+

দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত চ্যানেল বাংলাদেশ টেলিভিশন– বিটিভিতে জেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। গত রবিবার (৩ নভেম্বর) চ্যানেলের উপমহাপরিচালক (বার্তা) ড. সৈয়দা তাসমিনা আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

প্রার্থীদের যেসব যোগ্যতা থাকতে হবে

# আবেদনকারীকে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী হতে হবে।

# সাংবাদিকতা বিষয়ে ডিগ্রিধারী বা প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে।

# প্রার্থীদের মাইক্রোফোন উপযোগী কণ্ঠস্বর, আকর্ষণীয় বাচনভঙ্গি ও প্রমিত বাংলা উচ্চারণের অধিকারী হতে হবে।

# ক্যামেরার সামনে নিঃসংকোচ ও সাবলীলভাবে কথা বলার যোগ্যতা থাকতে হবে।

# আবেদনকারীকে ক্যামেরা, এডিটিং ও ইন্টারনেট বিষয়ে কারিগরি জ্ঞানসম্পন্ন হতে হবে।

# আবেদনকারীর সর্বনিম্ন বয়স হতে হবে ৩০ বছর।

যারা আবেদন করতে পারবেন না

যেকোনো মামলায় সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি, সরকারি যেকোনো খাত থেকে বেতনভুক্ত কর্মচারী ও নির্বাচিত কোনো জনপ্রতিনিধির আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আগ্রহী প্রার্থীদের আগামী ১০ নভেম্বরের মধ্যে উপমহাপরিচালক (বার্তা), বাংলাদেশ টেলিভিশন, সদর দপ্তর, রামপুরা, ঢাকা বরাবর আবেদন করতে বলা হয়েছে।

(ঢাকাটাইমস/০৬নভেম্বর/এজে)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পার্বত্য অঞ্চলকে পাশ কাটিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধান উপদেষ্টা
নতুন বাংলাদেশে একটি সুন্দর সমাজ গড়তে চায় বিএনপি: আমিনুল হক
জ্যামাইকা টেস্ট: অস্বস্তি নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ
সোনার দাম ভরিতে কমল ১৪৮১ টাকা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা