ট্রাম্প জেতায় ‘সেক্স স্ট্রাইকে’ একদল মার্কিন নারী, পুরুষের সঙ্গে তাদের ‘৪-না’

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৯ নভেম্বর ২০২৪, ১৯:৩০
অ- অ+

যুক্তরাষ্ট্রের বেশিরভাগ পুরুষদের ভোটে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বলে মনে করছেন দেশটির নারীকূল। প্রতিবাদ স্বরূপ হাজারো মার্কিনি নারী সেক্স স্ট্রাইকে নেমেছে। অর্থাৎ তারা কোনও পুরুষের সঙ্গেই শারীরিক সম্পর্ক করতে রাজি নন। এমনকি করবেন না বিয়ে, নেবেন না সন্তানও।

মার্কিন এই নারীরা মূলত দক্ষিণ কোরিয়ার প্রগতিশীল নারীদের ৪বি আন্দোলন থেকে প্রভাবিত। কোরিয়ান ভাষায় ‘বি’ মানে ‘না’। তাই তাদের আন্দোলনকে ৪বি বলা হয়। এই চারটি ‘না’ হচ্ছে- কোনও পুরুষের সঙ্গে সময় না কাটানো, যৌনসঙ্গম না করা, বিয়ে না করা এবং সন্তান জন্ম না দেওয়া।

কোরিয়ান নারীদের আদলে মার্কিনি হাজারো নারী ৪বি আন্দোলনে নেমেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এ বিষয়ে সক্রিয়। আন্দোলনকারীরা অন্য নারীদেরও দলে টানার চেষ্টা করছেন।

ডেইলি টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পেছনে মার্কিন পুরুষদের ভোট কাজ করেছে বলে ৪বি আন্দোলনকারী নারীদের অভিযোগ।

টিকটকে সক্রিয় এক নারী বলেন, তিনি আগামী চার বছর কোনও পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াবেন না। তার অভিযোগ, নারীর অধিকার খর্ব করার জন্যই পুরুষরা ট্রাম্পকে ভোট দিয়েছেন।

নিউইয়র্ক টাইমস বলেছে, মার্কিন এই নারীরা আশা করেছিলেন নির্বাচনে কমলা হ্যারিস জিতবেন। তারা তাদের প্রজনন বিষয়ক অধিকারগুলো নিয়ে সোচ্চার ছিলেন। তবে ট্রাম্প জেতায় তাদের এই নারীরা মনে করছেন তাদের আকাঙ্খাকে অগ্রাহ্য করা হয়েছে।

উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার নারীদের এই আন্দোলন নিয়ে দেশটির প্রেসিডেন্ট ২০২১ সালে একবার বলেছিলেন, ৪বি আন্দোলন নারী ও পুরুষের মধ্যে সুন্দর সম্পর্কের ক্ষেত্রে বাধার কারণ হচ্ছে। এমনকি দক্ষিণ কোরিয়ায় জন্মহার কমে যাওয়ার পেছনেও আন্দোলনের প্রভাব পড়েছে বলে ধারণা করা হয়।

(ঢাকাটাইমস/০৯নভেম্বর/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফজলুর রহমানের মন্তব্য সরকারের অবস্থান নয়: পররাষ্ট্র মন্ত্রণালয়
মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সারসহ আটক ১০
সমাবেশ মঞ্চে নামাজ আদায় এনসিপি নেতাদের
সিরাজগঞ্জে মিনি আয়নাঘরের সন্ধান 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা