গাজা, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৯৪

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১১ নভেম্বর ২০২৪, ০৮:৪৬
অ- অ+

গাজা, লেবানন ও সিরিয়ায় একদিনে ইসরায়েলি বাহিনীর হামলায় ৯৪ জন নিহত হয়েছে। ফিলিস্তিনি ও লেবাননিরা মৃতদের জন্য শোক করছে।

উত্তর গাজার জাবালিয়ায় এটি হামলায় ৩৬ জন এবং লেবাননের রাজধানী বৈরুতের উত্তরে আলমাত গ্রামে আরেকটি হামলায় ২৩ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। খবর আল জাজিরার।

চিকিৎসক সূত্র জানায়, রবিবার ইসরায়েলি বাহিনী গাজা ছিটমহলজুড়ে অন্তত ৪৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলের হামলায় একদিনে ৩৮ জন নিহতের সংখ্যা নির্ধারণ করেছে।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলি বাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কেও বোমাবর্ষণ করেছে। একটি আবাসিক ভবনে হামলা চালিয়ে কমপক্ষে সাতজনকে হত্যা করেছে।

গাজায় ইসরায়েলের গণহত্যায় গত বছরের ৭ অক্টোবর থেকে কমপক্ষে ৪৩ হাজার ৬০৩ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং এক লাখ দুই হাজার ৯২০ জন আহত হয়েছে। সেদিন হামাসের নেতৃত্বাধীন হামলার সময় ইসরায়েলে আনুমানিক ১১৩৯ জন নিহত হয়েছিল এবং ২০০ জনেরও বেশি বন্দি হয়েছিল।

লেবাননে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে তিন হাজার ১৮৯ জন নিহত এবং ১৪ হাজার ৭৮ জন আহত হয়েছে।

(ঢাকাটাইমস/১১নভেম্বর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সারসহ আটক ১০
সমাবেশ মঞ্চে নামাজ আদায় এনসিপি নেতাদের
সিরাজগঞ্জে মিনি আয়নাঘরের সন্ধান 
বোয়ালমারীতে মাদক কারবারি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা