বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরালেন উপদেষ্টা মাহফুজ আলম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ নভেম্বর ২০২৪, ১৩:০০| আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ১৪:১০
অ- অ+
বঙ্গভবনে উপদেষ্টা মাহফুজ আলম, ছবি তুলেছেন আরেক উপদেষ্টা আসিফ মামুদ। ছবিটি মাহফুজের ফেসবুক থেকে নেওয়া

বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে দিয়েছেন নবনিযুক্ত উপদেষ্টা মাহফুজ আলম। উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার একদিন পরই সোমবার ছবিটি সরালেন জুলাই বিপ্লবের ‘মাস্টারমাইন্ড’ খ্যাত মাহফুজ।

ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। কিন্তু আওয়ামী রীগ সরকারের পতনের তিন মাস পেরিয়ে গেলেও বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়নি। এ নিয়ে অনেক দিন ধরেই ব্যাপক সমালোচনা চলছে। অবশেষে ছবিটি সরিয়ে দেন উপদেষ্টা মাহফুজ আলম।

রবিবার বঙ্গভবনে নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেন তিনজন, যার মধ্যে রয়েছেন মাহফুজ আলম। এর আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন তিনি।

উপদেষ্টা হিসেবে শপথগ্রহণের পর দিন শেখ মুজিবের ছবি বঙ্গভবন থেকে সরিয়ে ফেলেন তিনি। ছবি সরানোর ব্যাপারে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এর ব্যাখা দেন তিনি।

সোমবার দুপুর ১২টা ২ মিনিটে দেওয়া পোস্টে মাহফুজ আলম লিখেছেন, “দরবার হল থেকে শেখ মুজিবুর রহমান-পোস্ট ‘৭১’ ফ্যাসিস্টের ছবি সরানো হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার যে আমরা ৫ আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি। যার জন্য ক্ষমাপ্রার্থী। কিন্তু মানুষের মধ্যে জুলাইয়ের চেতনা বেঁচে থাকা পর্যন্ত তাকে কোথাও দেখা যাবে না।”

“ক্ষমা ও ফ্যাসিস্টদের বিচার ছাড়া আওয়ামী লীগের সঙ্গে কোনো সংলাপ হবে না” বলেও উল্লেখ করেন মাহফুজ। বলেন, “শেখ মুজিব এবং তার কন্যা বাংলাদেশের জনগণের সঙ্গে যা করেছেন তা আওয়ামী লীগকে অবশ্যই স্বীকার করতে হবে এবং ক্ষমা চাইতে হবে। অগণতান্ত্রিক ‘৭২’-এর সংবিধান থেকে শুরু করে দুর্ভিক্ষ, কোটি টাকা পাচার এবং হাজার হাজার ভিন্নমতাবলম্বী ও বিরোধীদের বিচারবহির্ভূত হত্যা (’৭২-৭৫, ২০০৯-২০২৪)। তাহলে আমরা ‘৭১-এর আগের শেখ মুজিবের কথা বলতে পারি। ক্ষমা ও ফ্যাসিস্টদের বিচার ছাড়া কোনো ধরনের সংলাপ হবে না।”

(ঢাকাটাইমস/১১নভেম্বর/এফএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজায় ‘নিরাপদ অঞ্চলে’ ইসরায়েলের বোমা হামলায় নিহত ২০
সোহরাওয়ার্দী ছিলেন দূরদর্শী রাষ্ট্রনায়ক ও অসাম্প্রদায়িক চেতনার প্রতিকৃত: প্রধান উপদেষ্টা
ঊর্মির জামিন: সরকারকে ধন্যবাদ
যড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা