শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচনে বামপন্থীদের জয়জয়কার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২৪, ২১:৩৭
অ- অ+

শ্রীলঙ্কায় আগাম পার্লামেন্ট নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ী হয়েছে দেশটির নতুন বামপন্থি প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের নির্বাচনী জোট ন্যাশনাল পিপলস পাওয়ার—এনপিপি।

বৃহস্পতিবার এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল থেকে ফল প্রকাশ করতে থাকে দ্বীপরাষ্ট্রটির নির্বাচন কমিশন।

শ্রীলঙ্কার নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী— লঙ্কান পার্লামেন্টের ১৯৬টি আসনের মধ্যে ১৩৭টি আসন জিতেছে দিশানায়েকের বামপন্থী জোট। শ্রীলঙ্কায় একক সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে ১১৩ আসন দরকার হয়। অর্থাৎ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তারা।

বিগত সংসদ নির্বাচনে এনপিপি পেয়েছিল মাত্র ৩টি আসন। ফলাফলে স্পষ্ট, অর্থনৈতিক সঙ্কট সৃষ্টির জন্য দায়ী বলে মনে করেছে বিগত দিনের শাসক দলগুলিকে এবং তাদের প্রত্যাখ্যান করেছে।

নির্বাচন কমিশন বলছে, প্রাপ্ত ভোটের মধ্যে এনপিপি ৬২ শতাংশ ভোট পেয়েছে। বিরোধী নেতা সজিথ প্রেমাদাসার দল মাত্র ১৮ শতাংশ ভোট পেয়েছে। বাকি দলগুলো

প্রসঙ্গত, ২০২২ সালে দ্বীপরাষ্ট্রে এক অভূতপূর্ব অর্থনৈতিক মন্দা গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষে। চলতি বছরের সেপ্টেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং দেশের চুরি যাওয়া সম্পদ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছেন প্রেসিডেন্ট দিসানায়েকে। তিনি নিজেকে মার্ক্সবাদী বলে দাবি করেন। প্রেসিডেন্টের চেয়ারে বসেই অবিলম্বে সংসদীয় নির্বাচন করার ডাক দিয়েছিলেন তিনি।

সূত্র: রয়টার্স

(ঢাকাটাইমস/১৫নভেম্বর/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৩ দিনের ছুটিতে কুয়াকাটা সৈকতে পর্যটকের ভিড়
রাজবাড়ীতে হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
ফজলুর রহমানের মন্তব্য সরকারের অবস্থান নয়: পররাষ্ট্র মন্ত্রণালয়
মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সারসহ আটক ১০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা