যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি পাচ্ছে হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ নভেম্বর ২০২৪, ১২:৫০| আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ১২:৫৫
অ- অ+

ক্যারোলিন লেভিতের বয়স মাত্র ২৭ বছর। তিনিই হতে চলেছেন মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসের পরবর্তী প্রেস সেক্রেটারি।

বয়সের হিসাবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে ক্যারোলিনই হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি পদে নিয়োগ পেলেন। এরইমধ্যে তাকে নিয়োগের বিষয়টি চূড়ান্ত করেছেন নব–নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হয়েছিলেন রন জিগলার। ১৯৬৯ সালে মাত্র ২৯ বছর বয়সে তিনি এ পদে নিযুক্ত হন।

এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে, ক্যারোলিন কাজে শ্রেষ্ঠত্ব অর্জন করবেন এবং আমেরিকান জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে সহায়তা করবেন। ক্যারোলিন স্মার্ট, দৃঢ় এবং একজন অত্যন্ত কার্যকর যোগাযোগকারী হিসেবে প্রমাণিত হয়েছেন’।

এদিকে ক্যারোলিনের বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্তকে নতুন প্রতিভা এবং নতুন নেতৃত্ব তৈরির মনোনিবেশ হিসেবে দেখা হচ্ছে। যদিও ক্যারোলিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদের সহকারী প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করেছিলেন।

আগামী জানুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্বগ্রহণের পর ক্যারোলিন লেভিত বাইডেন প্রশাসনের বর্তমান প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরের স্থলাভিষিক্ত হবেন।

(ঢাকাটাইমস/১৬নভেম্বর/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৩ দিনের ছুটিতে কুয়াকাটা সৈকতে পর্যটকের ভিড়
রাজবাড়ীতে হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
ফজলুর রহমানের মন্তব্য সরকারের অবস্থান নয়: পররাষ্ট্র মন্ত্রণালয়
মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সারসহ আটক ১০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা