যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি পাচ্ছে হোয়াইট হাউস

ক্যারোলিন লেভিতের বয়স মাত্র ২৭ বছর। তিনিই হতে চলেছেন মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসের পরবর্তী প্রেস সেক্রেটারি।
বয়সের হিসাবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে ক্যারোলিনই হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি পদে নিয়োগ পেলেন। এরইমধ্যে তাকে নিয়োগের বিষয়টি চূড়ান্ত করেছেন নব–নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হয়েছিলেন রন জিগলার। ১৯৬৯ সালে মাত্র ২৯ বছর বয়সে তিনি এ পদে নিযুক্ত হন।
এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে, ক্যারোলিন কাজে শ্রেষ্ঠত্ব অর্জন করবেন এবং আমেরিকান জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে সহায়তা করবেন। ক্যারোলিন স্মার্ট, দৃঢ় এবং একজন অত্যন্ত কার্যকর যোগাযোগকারী হিসেবে প্রমাণিত হয়েছেন’।
এদিকে ক্যারোলিনের বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্তকে নতুন প্রতিভা এবং নতুন নেতৃত্ব তৈরির মনোনিবেশ হিসেবে দেখা হচ্ছে। যদিও ক্যারোলিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদের সহকারী প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করেছিলেন।
আগামী জানুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্বগ্রহণের পর ক্যারোলিন লেভিত বাইডেন প্রশাসনের বর্তমান প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরের স্থলাভিষিক্ত হবেন।
(ঢাকাটাইমস/১৬নভেম্বর/ডিএম)

মন্তব্য করুন