মণিপুরে মন্ত্রী-বিধায়কদের বাড়িতে হামলা, সহিংসতা ছড়ালো মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৪, ০৯:২৯| আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১১:২৫
অ- অ+

ভারতের মণিপুরে আবারও সহিংসতা ছড়িয়ে পড়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যটির তিনজন মন্ত্রী ও ছয়জন বিধায়কের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গেছে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত ছড়িয়েছে সহিংসতা।

বিক্ষুব্ধ জনতা মন্ত্রী-বিধায়কদের বাড়িতে হামলার পর মুখ্যমন্ত্রী এন. বীরেন সিংয়ের বাড়িতে হামলার চেষ্টা চালায়। এ সময় দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে বিক্ষোভকারী জনতা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ইম্ফলে অনির্দিষ্টকালের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ।

এদিকে রাজ্যটির বেশ কয়েকটি জেলায় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। খবর রয়টার্স এবং এনডিটিভির।

সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষুব্ধ জনতাকে প্রতিহত করতে পুলিশ ও নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ব্যবহার করেছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ইম্ফলে অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয়েছে। সাত জেলায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট।

গত বছরের মে মাসে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করা থেকে মণিপুরে গত সপ্তাহ থেকে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কুকি বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষকে কেন্দ্র করে এই উত্তেজনা ছড়ায়।

(ঢাকাটাইমস/১৭নভেম্বর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফজলুর রহমানের মন্তব্য সরকারের অবস্থান নয়: পররাষ্ট্র মন্ত্রণালয়
মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সারসহ আটক ১০
সমাবেশ মঞ্চে নামাজ আদায় এনসিপি নেতাদের
সিরাজগঞ্জে মিনি আয়নাঘরের সন্ধান 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা