চুয়াডাঙ্গায় বাড়ছে শীতের প্রকোপ, বিপাকে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ

চুয়াডাঙ্গায় শীতের প্রকোপ ক্রমশ বেড়েই চলেছে। প্রতিদিনই তাপমাত্রার পারদ নামছে নিচের দিকে। গত এক সপ্তাহে এ জেলায় তাপমাত্রা কমেছে ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। হিম শীতল বাতাসে শীতের তীব্রতা আরও কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছে।
রবিবার সকাল ৯টায় এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, রবিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭২ শতাংশ। এর আগে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। এটি চলতি মৌসুমে চুয়াডাঙ্গা জেলার সর্বনিম্ন তাপমাত্রা।
শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন এ জেলার খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে তারা নানা উপায়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অনেকেই আগুন জ্বালিয়ে বা গরম কাপড় পরিধান করে নিজেদের শীত নিবারণের চেষ্টা করছেন। তবে এসব প্রচেষ্টা যথেষ্ট নয় এবং শীতের এই তীব্রতা তাদের জন্য চরম কষ্টকর হয়ে উঠেছে বলে জানিয়েছেন তারা।
এ অবস্থায় এসব দুর্বিষহ অবস্থায় থাকা মানুষজন স্থানীয় প্রশাসন ও সমাজের সচ্ছল মানুষদের কাছে মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন। তারা আশা করছেন, সমাজের বিত্তবানরা তাদের পাশে দাঁড়িয়ে গরম কাপড়, কম্বল, খাবার এবং শীতকালীন অন্যান্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন। এই সংকটময় মুহূর্তে সহযোগিতার হাত বাড়ানো হলে শীতের কষ্ট কিছুটা হলেও তাদের লাঘব হতে পারে।
(ঢাকাটাইমস/৮ডিসেম্বর/এমআই)

মন্তব্য করুন