পাবনায় টিসিবির পণ্য বিতরণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

পাবনা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৫
অ- অ+

পাবনার ঈশ্বরদীতে টিসিবির পণ্য বিতরণ নিয়ে দুই পক্ষের মধ‍্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। রবিবার দুপুরে উপজেলার বহরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, প্রতিবারের মত টিসিবির পণ্য দিতে ট্রাক নিয়ে আসেন ডিলারের লোকজন। পরে কার্ডধারী ছাড়া কয়েকজন এসে টিসিবির পণ্য নেওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সাথে তাদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ঘটনাস্থলে আরও লোকজন এলে স্থানীয় সাবেক মেম্বার ওবায়দুল হক গ্রুপ ও এলাকাবাসীর মধ‍্যে সংঘর্ষ বাধে।

স্থানীয় বাসিন্দা পিয়াস হোসেন জানান, টিসিবির পণ্য বিতরণ নিয়ে বহরপুর গ্রামের দুই পাড়ার মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মুজাম বিশ্বাস জানান, টিসিবির পণ‍্য বিতরণ নিয়ে সংঘর্ষের এ ঘটনার পর মেম্বারের লোক দেশীয় অস্ত্র নিয়ে বহরপুর গ্রামে কয়েকটি বাড়ি ঘরে হামলা-ভাঙচুর ও লুটপাট চালায়। পরে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়।

ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, টিসিবির পণ‍্য বিতরণ নিয়ে সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন‍্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

(ঢাকা টাইমস/০৮ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব‍্যাংকার হয়ে আমি কীভাবে লেখালেখির সময় পাই?
বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের দাবি জানানোও যেন অপরাধ: তারেক রহমান
দেশে আসছেন জোবাইদা রহমান, নিরাপত্তা চেয়ে আবেদন
আ. লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ চলছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা