ইফতিখার-সোহান জুটিতে ভর করে লড়াই পুঁজি পেলো রংপুর

চলতি বিপিএলে রংপুর নিজেদের প্রথম ম্যাচে ১৯১ রানের দুর্দান্ত ইনিংস খেললেও আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে এসিই খেই হারালো তারা। তবে পঞ্চম উইকেটে নুরুল হাসান সোহান ও ইফতিখার আহমেদের ৬৫ রানের জুটিতে ভর করে লড়াইয়ের পুঁজি পেয়েছে রংপুর।
আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। ব্যাটিংয়ে নেমে মাত্র ৬৯ রানেই ৪ উইকেট হারায় রংপুর। পঞ্চম উইকেটে জুটি গড়েন নুরুল হাসান সোহান ও ইফতিখার আহমেদ। তাদের ৬৫ রানের জুটিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রানে থামে রংপুর।
রংপুরের হয়ে আজ ওপেনিংয়ে নামেন স্টিভেন টেইলর ও অ্যালেক্স হেলস। তবে নিজেদের জুটিকে বেশিদূর নিয়ে যেতে ব্যর্থ হন তারা। দলীয় ২২ রানে অ্যালেক্স হেলসের বিদায়ে ভেঙে যায় এই জুটি। ৭ বলে মাত্র ৬ রান করেই আজ সাজঘরে ফিরে যান অ্যালেক্স হেলস। প্রথম ম্যাচের মতো আজও ব্যর্থ অ্যালেক্স হেলস।
অ্যালেক্স হেলসের বিদায়ের পর একে একে সাজঘরে ফিরে যান সাইফ হাসান ও স্টিভেন টেইলর। সাইফ হাসান ৭ বলে ৪ ও স্টিভেন টেইলর ১৫ বলে ১২ রান করে ফিরে যান সাজঘরে। এই দুই ব্যাটারের দ্রুত বিদায়ে মাত্র ২৮ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর।
২৮ রানে ৩ উইকেট হারানোর পর জুটি গড়েন খুশদীল শাহ ও ইফতিখার আহমেদ। এই জুটিতে ভর করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে রংপুর। তবে ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই এই জুটিকে থামান সামিউল্লাহ শেনওয়ারি। সামিউল্লাহ শেনওয়ারির শিকার হয়ে ১৬ বলে ২১ রান করে খুশদীল শাহ প্যাভিলিয়নে ফিরে গেলে ৪১ রানেই ভেঙে যায় এই জুটি।
খুশদীল শাহ এর বিদায়ের পর রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহানের সঙ্গে জুটি বাঁধেন ইফতিখার আহমেদ। এই জুটিতে ভর করে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠতে থাকে রংপুর। তবে দলীয় ১৩৪ রানে নুরুল হাসান সোহানের বিদায়ে ভাঙে ৬৫ রানের জুটি।
আজ মাত্র ৯ রানের জন্য অর্ধশতক মিস করেন সোহান। ২৪ বলে ৪১ রান করে রিস টপলির বলে আরিফুল হকের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান সাজঘরে।
সোহান ফিরে গেলেও মেহেদী হাসানকে লড়াই চালিয়ে যেতে থাকেন ইফতিখার আহমেদ। ৪৭ রান করে অপরাজিত থাকেন তিনি। তার অপরাজিত ৪২ বলে ৪৭ ও মেহেদী হাসানের ৮ বলে ১৬ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রানে থামে রংপুর।
(ঢাকাটাইমস/3১ ডিসেম্বর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন