বহিরাগত শিক্ষার্থীদের এনে রাবির প্রশাসন ভবনে তালা

রাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জানুয়ারি ২০২৫, ১৫:৪৬
অ- অ+

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পোষ্য কোটা বাতিলসহ তিন দফা দাবিতে জেলার বিভিন্ন কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এসে প্রসাশন ভবন অবরূদ্ধ করে আন্দোলন করছেন রাবি শিক্ষার্থীরা।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, বহিরাগত শিক্ষার্থীদের মধ্যে আছেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অনার্স ফাইনাল ইয়ারের শিক্ষার্থী উর্মি, কামারুজ্জামান কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের শিক্ষার্থী মিফতাহুল জান্নাত বিভা, বারিন্দ কলেজের শিক্ষার্থী মাহফুজা রাহাত, বেল পকুর কলেজের শিক্ষার্থী সুস্মিতা, আদর্শ অনার্স ডিগ্রি কলেজের শিক্ষার্থী মো. শুভ প্রমুখ।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী উর্মি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানরা পোষ্য কোটা পেয়ে স্বল্প মার্কস পেয়েও ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে, যেটি আমরা পাইনি। আমাদের ছোট-ভাইবোনদের সঙ্গে এই বৈষম্য যেন না হয়, সেই দাবি নিয়ে আমি এসেছি।’

এ বিষয়ে আন্দোলনের সমন্বয়কারী সালাউদ্দিন আম্মার বলেন, ‘এখানে অবস্থানরত বহিরাগত শিক্ষার্থীদের অধিকাংশই ভর্তি পরিক্ষার্থী এবং যারা এর বাইরে আছেন তারা নিজেদের ছোট ভাই-বোনদের জন্য পোষ্য কোটা না রাখা ও ভর্তি ফি কমানোর দাবিতে সংহতি জানাতে এসেছেন।’

রাজশাহীর বিভিন্ন কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০ জন শিক্ষার্থী ও রাবির ১৭ জন সমন্বয়কারী আন্দোলনে সামিল হয়েছেন বলে জানা গেছে।

এর আগে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের মূল ফটকে পোষ্য কোটা বাতিলের দাবিতে তালা দেন শিক্ষার্থীরা।

(ঢাকাটাইস/২জানুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা