বিপিএলের সিলেট পর্বের টিকিট মূল্য প্রকাশ, সংগ্রহ করবেন যেভাবে

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ জানুয়ারি ২০২৫, ১২:২২
অ- অ+

গত ৩০ ডিসেম্বর পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের ১১তম আসরের। যেখানে অংশ নিয়েছে সাতটি দল। দেখতে দেখতেই শেষ হলো বিপিএলের একাদশতম আসরের ঢাকার প্রথম পর্বের খেলা। ঢাকার প্রথম পর্বের পর বিপিএল এবার শুরু হবে চায়ের দেশ সিলেটে। সিলেটে বিপিএলের ম্যাচ শুরু আগামী ৬ জানুয়ারি থেকে, যা চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত।

এবারের আসর শুরুর পর টিকিটমূল্য-স্থান নির্ধারণে দেরি এবং এরপর ব্যাংক ও বুথে টিকিট না পাওয়াকে কেন্দ্র করে ঢাকাপর্বে দর্শকদের আন্দোলনের মুখে পড়তে হয়েছে বিসিবিকে। আগামীকাল (সোমবার) থেকে শুরু বিপিএলের সিলেটপর্ব। যার জন্য গতকাল (শনিবার) বিকেল থেকেই টিকিট বিক্রি শুরু হয়েছে।

অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে বিসিবি। যেখানে টিকিটমূল্য ও প্রাপ্তির স্থানও উল্লেখ করা হয়েছে। ঢাকার মতো সিলেটের ম্যাচগুলোরও অনলাইন টিকিট বিক্রি শুরু হয়েছে প্রথমে। অনলাইনে টিকিট মিলবে এই ঠিকানায়। যেখানে গতকাল বিকেল থেকেই বিপিএলের টিকিট মিলছে। তবে সরাসরি টিকিট বিক্রি হবে আজ (রোববার) থেকে।

সিলেট শহরের তিনটি বুথ থেকে নগদ টাকায় অফলাইন টিকিট পাওয়া যাবে। সিলেট শিশু একাডেমি ও মধুমতি ব্যাংকের আম্বরখানা শাখায় আজ সকাল ১০টা থেকে এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৩টা থেকে মিলবে টিকিট। সাতটি ক্যাটগরিতে সিলেটপর্বের টিকিটমূল্য নির্ধারিত হয়েছে। টিকিটের সর্বনিম্ন দাম ১৫০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার টাকা।

সিলেট পর্বে টিকিটমূল্য

শহীদ আবু সাঈদ স্ট্যান্ড– ১৫০ টাকা

পশ্চিম গ্যালারি– ১৫০ টাকা

গ্রিন হিল অ্যারিয়া– ১৫০ টাকা

পূর্ব গ্যালারি– ২৫০ টাকা

ক্লাব হাউজ– ৫০০ টাকা

জিরো ওয়েস্ট জোন– ৬০০ টাকা

গ্র্যান্ড স্ট্যান্ড– ২০০০ টাকা

টিকিট বুথ ও প্রাপ্তির সময়

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম– ৫ জানুয়ারি, বেলা ৩টা

সিলেট শিশু একাডেমি– ৫ জানুয়ারি, সকাল ১০টা

মধুমতি ব্যাংক, আম্বরখানা শাখা– ৫ জানুয়ারি, সকাল ১০টা

(ঢাকাটাইমস/০৫ জানুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা