বাহরাইনে বৃহত্তর নোয়াখালী সোসাইটির মিলনমেলা

বাহরাইনে বৃহত্তর নোয়াখালী সোসাইটির বার্ষিক সাধারণ সভা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টায় দেশটির রাজধানী মানামা কুক মিল রেস্টুরেন্টে এই মিলনমেলার আয়োজন করা হয়।
সভায় সংগঠনের সহ-সভাপতি আল মারুফ ও সহ ধর্ম বিষয়ক সম্পাদক মাহমুদ হাসানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তর নোয়াখালী সোসাইটি বাহারাইনের সভাপতি আবুল কালাম আজাদ।
শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহীদ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের সভাপতি আইনুল হক সরকার। বিশেষ অতিথি ছিলেন বৃহত্তর নোয়াখালী সোসাইটি বাহরাইনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার হুমায়ূন আহমেদ,
নোমান উদ্দিন মনির, আব্দুল কাদের মজুমদার, হারুনুর রশিদ।সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও দিক নির্দেশনা নিয়ে বক্তব্য দেন সিনিয়র সহ সভাপতি মাজহারুল ইসলাম বাবু, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মামুন, অর্থ সম্পাদক সাজ্জাদ এইচ ভূইয়া।
বার্ষিক সভা ও মিলনমেলা ব্যবস্থাপনা কমিটির প্রধান সাংগঠনিক সম্পাদক আবু তালেব সবাইকে বিশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।
(ঢাকা টাইমস/১০জানুয়ারি/এসএ)

মন্তব্য করুন