গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন পর্তুগাল গঠন

পর্তুগালে বসবাসরত বৃহত্তর সিলেটের প্রবাসীদের মধ্যে ঐক্য, সংস্কৃতি ও ঐতিহ্যের বন্ধন দৃঢ় করার উদ্দেশ্যে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন পর্তুগাল গঠন করা হয়েছে।
২৫ মে রবিবার পর্তুগালের রাজধানী লিসবনের দিজাজ রেস্টুরেন্টের হল রুমে লায়ন আব্দুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মুহিবুর রহমান মুহিব, পর্তুগাল বাংলাদেশ কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব পর্তুগাল ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রানা তাসলিম উদ্দীন।
পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি শহীদ আহমদ প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয় বায়তুল মোকাররাম জামে মসজিদের ছানী ইমাম ও খতিব মাওলানা কায়েস আহমদ আব্দুল্লাহর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাসুম আহমদের শুভেচ্ছা বক্তব্য দেন। প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ময়নুল হক চৌধুরী হেলাল। এ ছাড়া ট্রেজারার রফিকুল হায়দার, কেন্দ্রীয় দায়িত্বশীল আব্দুস সোবাহান, বায়তুল মোকাররাম জামে মসজিদের প্রধান ইমাম ও খতিব অধ্যাপক মুফতি মাওলানা আবূ সাঈদ, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রনি মোহাম্মদ, তরুণ উদ্যোক্তা ও কমিউনিটি নেতা রনি হোসাইন, অ্যাডভোকেট নুরুল আবেদীন অনুষ্ঠানে বক্তব্য দেন।
সভায় সর্বসম্মতিতে আগমী দুই বছরের জন্যে সভাপতি হিসাবে লায়ন আবুল হাসানাত ও সম্পাদক মাসুম আহমদকে নির্বাচিত করে ২১ সদস্যের আংশিক কমিঠি গঠন করা হয়। অন্যরা হলেন সিনিয়র সহ সভাপতি মুকিতুর রহমান চৌধুরী সেলিম (হবিগঞ্জ), সহ-সভাপতি শহীদুর রহমান শহীদ (সিলেট), সহ-সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম (হবিগঞ্জ), সহ সভাপতি শিপলু আহমদ (হবিগঞ্জ), সহ সভাপতি দবির আহমদ (সুনামগঞ্জ), সহ সভাপতি কাশেম বিন শহীদ (মৌলভীবাজার), সহ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন কাঞ্চন (হবিগঞ্জ), সহ সাধারণ সম্পাদক ইসমাইল আহমদ নাহিদ (সিলেট), সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী (মৌলভীবাজার ), সাংগঠনিক সম্পাদক মারুফ আহমদ (সিলেট), সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা নাহাজ (হবিগঞ্জ), সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ (সুনামগঞ্জ), সাংগঠনিক সম্পাদক শাহীন আহমদ রিপন সিলেট, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী হোসেন (সিলেট), দপ্তর সম্পাদক রবিউল ইসলাম (মৌলভীবাজার), সহ-দপ্তর সম্পাদক আশরাফ হোসাইন (সিলেট), কোষাধ্যক্ষ মোহাম্মদ নুরুজ্জামান সেলিম (মৌলভীবাজার), ক্রীড়া সম্পাদক ইমতিয়াজ ইমতি (হবিগঞ্জ)।
(ঢাকাটাইমস/২৭মে/মোআ)

মন্তব্য করুন