বইমেলায় এম এ বাশারের বিশুদ্ধ ইংরেজি উচ্চারণ শেখার অনন্য বই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৫, ১৫:৪৬
অ- অ+

অমর একুশে বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে বিশুদ্ধ ইংরেজি উচ্চারণ শেখার অনন্য বই ‘কারেক্ট ইংলিশ প্রোনানসিয়েশন’। বইটির রচয়িতা মেহেরপুর কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ইংরেজি বিভাগের প্রধান ও ইংরেজি ভাষা-গবেষক লেখক এম এ বাশার।

সঠিক ইংরেজি উচ্চারণের ক্ষেত্রে অনেকেই সমস্যার মুখোমুখি হন। সেক্ষেত্রে অনন্য বইটি সুনির্দিষ্ট ও নির্ভুল ইংরেজি উচ্চারণ শেখার একটি অসাধারণ গাইড হিসেবে ভূমিকা রাখবে বলে আশাবাদী লেখক। তিনি জানান, এতে প্রতিটি শব্দের উচ্চারণ সহজ ভাবে বাংলায় ব্যাখ্যা করা হয়েছে। পাশাপাশি প্রতিটি ধ্বনির ব্যাখ্যা দেওয়া হয়েছে ফোনেটিক সিম্বল দিয়ে।

লেখক এম এ বাশার বলেন, ৯ অধ্যায় বিশিষ্ট ৫৪৪ পাতার গবেষণালব্ধ এই বইটি মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব স্তরের শিক্ষার্থীদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশুদ্ধ ইংরেজি উচ্চারণ শিখতে অগ্রণী ভূমিকা রাখবে।

হাসান বুক হাউস থেকে প্রকাশিত ‘কারেক্ট ইংলিশ প্রোনানসিয়েশন’ ১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া অমর একুশে বইমেলা-২০২৫ এ বাংলা একাডেমি চত্বরে অন্যরকম প্রকাশনীর স্টলে এবং অনলাইন রকমারি ডটকমে পাওয়া যাবে।

এম এ বাশার জানান, ইংরেজি উচ্চারণ উন্নত করতে আগ্রহী ছাত্রছাত্রী, শিক্ষক এবং পেশাজীবী সেইসাথে আয়েল্টস, টোফেল বা অন্য কোনো ইংরেজি দক্ষতা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে আগ্রহী যে কোনো ব্যক্তির জন্য বইটি সহায়ক হবে।

এছাড়াও বইটিতে ফোনেটিক সিম্বল শেখার পদ্ধতি, প্রতিটি সাউন্ডের সাথে ফোনেটিক সিম্বলের পরিচিতি, বাংলা ব্যাখ্যা দিয়ে প্রতিটি ধ্বনির সঠিক ব্যবহার, ব্যবহারিক উচ্চারণ অনুশীলন, দৈনন্দিন জীবনে ব্যবহৃত গুরুত্বপূর্ণ শব্দের তালিকা, শব্দের উদাহরণসহ বিস্তারিত বিশ্লেষণ, ইংরেজি বাক্যের সঠিক টোন ও উচ্চারণ অনুশীলন, ভুল উচ্চারণ সংশোধনের কৌশল এবং সাধারণ ভুলগুলো উদাহরণসহ তুলে ধরা হয়েছে।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ, হচ্ছে আলোচনা-সমালোচনা
উত্তরায় প্রাইভেটকারসহ দুই অপহরণকারী গ্রেপ্তার
প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নতুন ঘর পেল চার জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবার
ঈদের আগেই আসছে নতুন নোট, নকশায় থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা