বইমেলায় পাঠকদের নজর কেড়েছে এম শরীফ ভূঞার ‘প্রিয় বাবা’ 

ফেনী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:০০
অ- অ+

একুশে বইমেলায় প্রকাশিত প্রিয় বাবা বইটি সব বয়সী নারী-পুরুষদের নজর কেড়েছে। ফেনীতে অনুষ্ঠিত ৮ দিন ব্যাপী বইমেলায় পাঠকরা স্বাচ্ছন্দ্যে লেখকের বইটি সংগ্রহ করছেন। শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত বইমেলায় সৌহার্দ্য বুক স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

ফেনী সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক ও সানরাইজ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম শরীফ ভূঞার লেখা বইটি প্রিয় বাংলা প্রকাশন থেকে ঢাকা জাতীয় বইমেলায় প্রকাশিত হয়। বইটির প্রচ্ছদ করেন গ্রাফিক্স শিল্পী সৈয়দ ইকবাল হোসেন।

সৌহার্দ্য বুক স্টল পরিচালক রাজু আহম্মেদ জানান, জাতীয় পত্রিকার বিভিন্ন প্রকাশনা ও ম্যাগাজিন দিয়ে স্টলটি সাজানো হয়েছে। বর্তমানে স্টলে মূল আকর্ষণে রূপ নিয়েছে ‘প্রিয় বাবা’ বইটি। পাঠকদের চাহিদার ভিত্তিতে বইটি সর্বাধিক বিক্রি হয়েছে। মেলার শেষদিন পর্যন্ত বইটি পাওয়া যাবে। এছাড়া অনলাইন রকমারি ডট কম ও কুরিয়ারে বইটি সংগ্রহ করা যাচ্ছে।

লেখক এম শরীফ ভূঞা জানান, দুই অক্ষরের একটি শব্দ বাবা। কিন্তু এই শব্দটির ব্যাপকতা এতোটা বেশি যা লিখতে গেলে ঘণ্টার পর ঘণ্টা শেষ হয়ে যাবে। তবুও লিখে শেষ করা যাবে না। শিশু থেকে বৃদ্ধকাল সবসময়ই বাবারা সন্তানের মাথার উপর ছায়া হয়ে থাকে। সন্তানকে একটু ভালো রাখার জন্য, সমাজে প্রতিষ্ঠিত করার জন্য বাবারা তার সর্বোচ্চ দেয়। নিজের সবটুকু প্রচেষ্টা ঢেলে দেয় সন্তানকে সুনাগরিক করে গড়ে তোলার জন্য। তেমনি মা-বাবার ঋণ শোধ হবার নয়। মা নিয়ে অসংখ্য বই থাকলে বাবা নিয়ে তেমন কোনো বই লেখা নেই। বাবার প্রতি ভালোবাসা শ্রদ্ধা থাকলেও আবেগ কিছুটা কম থাকে। বইটিতে বাবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও না বলা আবেগ তুলে ধরা হয়েছে। যারা বইমেলায় এসে অথবা অনলাইনে সংগ্রহ করেছেন তাদের নিকট কৃতজ্ঞ। সবার প্রিয় বাবা ভালো থাকুক। ফেনী পৌরসভা মেয়র আয়োজিত চমৎকারভাবে সাজানো আকর্ষণীয় বইমেলায় সাহিত্য প্রেমীদের মাঝে প্রাণ ফিরে এসেছে।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
 হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে
আধুনিক বিমান বাহিনী গড়ে তুলতে প্রচেষ্টা অব্যাহত থাকবে: প্রধান উপদেষ্টা
বগুড়ায় অ‌টো‌রিকশা চালক হত্যার দায়ে দুজ‌নের মৃত্যুদণ্ড
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা