ফাইনালের আগে আরও এক বিদেশি তারকাকে উড়িয়ে আনছে ফরচুন বরিশাল

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৫
অ- অ+

দেখতে দেখেতেই শেষের দিকে চলে এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের ১১তম আসর। আর মাত্র দুই ম্যাচ পরেই পর্দা নামবে এবারের আসরের। এবারের আসরের কোয়ালিফায়ারে চিটাগং কিংসকে উড়িয়ে দিয়ে ফাইনালে পা রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।

ফাইনালের আগে দলকে আরও ভারী করছেন তামিম ইকবালরা। ফাইনাল খেলতে নিউজিল্যান্ড থেকে উড়িয়ে আনা হয়েছে তারকা অলরাউন্ডার জিমি নিশামকে।

বিপিএলের এবারের আসরে দারুণ ছন্দে আছে ফরচুন বরিশাল। ১২ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে থেকে লিগ পর্বের খেলা শেষ করেছে তারা। প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসকে ৯ উইকেটে হারিয়ে নিশ্চিত করেছে ফাইনালও। এবার ফাইনালের আগে কিউই অলরাউন্ডার জিমি নিশামকে দলে নিয়েছে তারা।

বিদেশি ক্রিকেটারদের কালেকশানে এবার সবচেয়ে এগিয়ে ছিল রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল। ইতোমধ্যে খুলনার কাছে হেরে বিদায় নিয়েছে রংপুর। অন্যদিকে কাইল মেয়ার্স, মোহাম্মদ নবী, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ আলী, জেমস ফুলার, ডেভিড মালানসহ নামীদামী অনেক তারকা ক্রিকেটারকে দলে নিয়েছিল বরিশাল। এবার নিশামও খেলবেন বরিশালের জার্সিতে। বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। এবারও উঠেছে ফাইনালে। নিশ্চিতভাবেই টুর্নামেন্টের শিরোপাটা নিজেদের কাছেই রেখে দিতে চাইবে তারা। ফাইনালে তাদের প্রতিপক্ষ এখনও নিশ্চিত নয়। দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্স এবং চিটাগং কিংসের মধ্যকার ম্যাচে জয়ী দল ফাইনালে মুখোমুখি হবে বরিশালের।

সোমবার কিউই অলরাউন্ডার তার ইনস্টাগ্রাম স্টোরিতে দক্ষিণ আফ্রিকা থেকে সরাসরি বাংলাদেশে আসার কথা জানিয়েছেন। তখন থেকেই গুঞ্জন ওঠে, বিপিএলে কোন দলের হয়ে খেলবেন তিনি। তবে ফরচুন বরিশাল নিশ্চিত করেছে যে জিমি নিশাম তাদের দলেই যোগ দিচ্ছেন। অর্থাৎ বিপিএলের ফাইনালে একটি ম্যাচই খেলার সুযোগ পাবেন নিশাম।

সোমবার দুপুরে এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করেছে খুলনা টাইগার্স। দিনের আরেক ম্যাচে চিটাগং কিংসকে হারিয়ে সরাসরি ফাইনাল নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। বুধবার (৫ ফেব্রুয়ারি) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে চিটাগং কিংস এবং খুলনা টাইগার্স।

(ঢাকাটাইমস/০৪ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণতন্ত্রের সমাজভূমি নির্মিত হলেই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে: তারেক রহমান
শেখ পরিবারের ৫ সদস্যের জমি-বাড়ি ক্রোক, রিসিভার নিয়োগের আদেশ
ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের চার যুদ্ধবিমান
নিজের ওপর চলা নির্যাতনের বর্ণনা দিয়ে বিচার চাইলেন রাশেদ খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা