শেষ দুই ম্যাচে বিদেশি ক্রিকেটার আনা নিয়ে যা বললেন চিটাগং অধিনায়ক

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫২
অ- অ+

আর মাত্র দুই ম্যাচ পরেই পর্দা নামবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের ১১তম আসরের। এবারের আসরের এলিমিনেটরের আগে বিদেশি খেলোয়াড় এনেছে রংপুর। এছাড়াও বিদেশিদের দলে ভিড়িয়েছে খুলনা ও বরিশালও। তবে বিদেশি ক্রিকেটার আনার কোনো পরিকল্পনা নেই চিটাগং কিংসের।

বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে সোমবার (৩ ফেব্রুয়ারি) বরিশালের কাছে হেরে গেছে চিটাগং। এখন দ্বিতীয় কোয়ালিফায়ারে তারা মুখোমুখি হবে খুলনা টাইগার্সের। সেই ম্যাচে জয়ী দল ফাইনালে মুখোমুখি হবে বরিশালের।

তবে দ্বিতীয় কোয়ালিফায়ারে নেমে যাওয়া খুলনার অধিনায়ক মোহাম্মদ মিঠুন আশাবাদী। যেসব খেলোয়াড় দলে আছে তাদের নিয়েই সন্তুষ্ট তারা। চিটাগং কোনো বিদেশি খেলোয়াড় আনবে না বলে জানিয়েছেন দলটির অধিনায়ক।

মোহাম্মদ মিঠুন বলেন, ‘এখনও এমন কোনো (বিদেশি আনার) পরিকল্পনা নাই। সেটাতে বিশ্বাসীও না। শুধু বড় নাম হলেই হয় না। এখন পর্যন্ত যারা বিদেশি খেলছে সবাই এই আবহাওয়ার সাথে এডজাস্ট করে ফেলেছে। বড় নাম আনলেই ডেলিভার করতে পারবে এমন না।’

এদিকে রংপুরের তিন ক্রিকেটার সকালে ঢাকায় পা রেখে দুপুরেই মাঠে নামেন। তবে একজনও পারফর্ম করতে পারেননি। মিথুনের মতে যত বড় খেলোয়াড়ই হোক না কেন, ঠিকঠাক বিশ্রাম না নিতে পারলে তবে সেই খেলোয়াড় সেরাটা দিতে পারবেন না।

মিঠুন বলেন, ‘ক্রিকেটিং দিক থেকে দেখলে (এমন অবস্থা) আইডিয়াল না। জার্নি করে জেট ল্যাগের ব্যাপার থাকে। আমি মনে করি না এটা আইডিয়াল। যদি এনে তাকে রেস্ট দেয়া যায় সেটা আইডিয়াল।’

(ঢাকাটাইমস/০৪ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে ইলিশ ধরতে নামছেন জেলেরা চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
কসবায় ৭০ লাখ টাকার ভারতীয় চশমা জব্দ
লিটারে ১ টাকা কমল সব ধরনের জ্বালানি তেলের দাম
নারী সংস্কার কমিশন মানি না, বাধ্য করলে আন্দোলন: জামায়াত আমির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা