পুলিশ থেকে ছিনিয়ে নেওয়া সেই আ.লীগ নেতা গ্রেপ্তার

পলাশ হোসেন, পাবনা
  প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৯| আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫২
অ- অ+

পুলিশের গাড়িতে হামলা করে ছিনিয়ে নেওয়া পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। ছিনিয়ে নেওয়ার ঘটনার জেরে বিভিন্ন সময়ে ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন সুজানগর উপজেলার মথুরাপুর গ্রামের মৃত জাহেদ আলী শেখের ছেলে আব্দুল ওহাব শেখ (৬২), মাস্টারপাড়া গ্রামের . রশিদ শেখের ছেলে মোহাম্মদ রাব্বি (২২)

বুধবার ( ফেব্রুয়ারি) পাবনা পুলিশ সুপার কার্যালয়ে কনফারেন্স রুমে পুলিশ সুপার মোরতোজা আলী খান প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, বুধবার সকালে সুজানগর উপজেলার ভায়না ইউনিয়নের মথুরাপুর এলাকার গাজনার বিলে অভিযান চালিয়ে আব্দুল ওহাবকে গ্রেফতার করে।

সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক পৌর মেয়র এবং সুজানগর উপজেলার সাবেক চেয়ারম্যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক পাবনা সদর থানার মামলায় এজাহার নামীয় আসামি।

পুলিশ সুপার বলেন, ‘তাদের ধরার জন্য আমরা বিভিন্ন সময় অভিযান পরিচালনা করি। কিন্তু তাদের ধরা যাচ্ছিল না।’

গত ২ ফেব্রুয়ারি গোপন সূত্রের ভিত্তিতে পাবনা সুজানগর থানা সংবাদ পায় যে মথুরাপুর স্কুল মাঠে সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবকে দেখা যাচ্ছে।

পুলিশ সুপার বলেন, ‘এই তথ্য পাওয়ার সাথে সাথে সুজানগর থানার পুলিশ মধুরাপুর স্কুল মাঠে অভিযান চালায় এবং তাকে মসজিদের সামনে থেকে গ্রেফতার করে। তাকে পুলিশের গাড়িতে উঠালে মধুরাপুর গ্রামের স্কুল মাঠে অনেক মানুষ জড়ো হয় এবং গাড়ির গতি রোধ করে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। ওই দিন রাতেই যৌথ বাহিনী এলাকায় অভিযান চালায়।

অবশেষে আজ বুধবার সকালে সুজানগর উপজেলার ভায়না ইউনিয়নের মথুরাপুর এলাকার গাজনার বিলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানোর কথা।

পুলিশ সুপার জানান, আসামি ছিনতাইয়ের ঘটনায় পুলিশের সদস্য আহত হয়েছিলেন। ঘটনার পরদিন ৬৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ থেকে ৩০০ জনকে আসামি করে মামলা করা হয় এবং অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করা হয়।

(ঢাকাটাইমস/৫ফেব্রুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজধানীর পল্লবীতে বাসে আগুন
প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের খোঁজ খবর নিচ্ছেন: প্রেস সচিব
অন্যের স্ত্রীর সঙ্গে পার্কে ঘোরাঘুরি, অতঃপর যা হলো এসআই মাহবুবের
শাহজালালে ১৫৭৭ গ্রাম সোনাসহ দুই চোরাকারবারি আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা