জামালপুরে দীর্ঘ ১৩ মাস পর যমুনা সার কারখানার উৎপাদন শুরু

জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দি যমুনা সার কারখানা গ্যাস সংকটে দীর্ঘ ১৩ মাস বন্ধ থাকার পর ফের ইউরিয়া সার উৎপাদনের কার্যক্রম শুরু করেছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) থেকে ইউরিয়া সার উৎপাদন কার্যক্রম শুরুর বিষয়টি নিশ্চিত করেন যমুনা সার কারখানার উপ-প্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক।
এ জন্য সেখানে পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করতে যমুনা সার কারখানায় গত ১৫ জানুয়ারি থেকে গ্যাসের চাপ কমিয়ে দেয় তিতাস গ্যাস ট্রান্সমিশন আন্ড ডিস্ট্রিবিউশর কম্পানি। এর পর থেকেই যমুনায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ থাকে।
এদিকে বৃহস্পতিবার থেকে গ্যাসের চাপ পুনরায় বৃদ্ধি করলে ইউরিয়া সার উৎপাদনের কার্যক্রম শুরু করা হয়। তবে যন্ত্রাংশের কিছুটা মেরামত করে অ্যামোনিয়া ও ইউরিয়া পুরোপুরি উৎপাদনে যেতে ৫-৭ দিন সময় লাগবে বলে জানা গেছে।
কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, গ্যাস সংকটে গত বছরের ১৫ জানুয়ারি থেকে যমুনাতে ইউরিয়া সার উৎপাদন বন্ধ। বৃহস্পতিবার থেকে তিতাস গ্যাস ট্রান্সমিশন আন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি গ্যাসের চাপ বাড়িয়ে দিলে উৎপাদনের কার্যক্রম শুরু করা হয়েছে। পুরোপুরি উৎপাদনে যেতে সপ্তাহ খানেক সময় লাগবে।
(ঢাকা টাইমস/১৪ফেব্রুয়ারি/এসএ)

মন্তব্য করুন