সিরাজগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
  প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫২| আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২০
অ- অ+

সিরাজগঞ্জে ১০১ কেজি গাঁজা বোঝাই একটি কাভার্ডভ্যানসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব ১২।

মঙ্গলবার সকালে র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার উসমান গণি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার রাত ৯টার দিকে সদর উপজেলার বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— যশোরের কোতোয়ালী উপজেলার হুদোরাজাপুর গ্রামের মৃত তাজের মণ্ডলের ছেলে রাশেদুল ইসলাম (৪১) ও জগমোহনপুর গ্রামের হাসান আলীর ছেলে শাহ আলম (২৭)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় মাদক বিরোধী অভিযান চলাকালে একটি কাভার্ডভ্যান তল্লাশি করে ১০১ কেজি গাঁজা উদ্ধার করে র‌্যাব। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাশেদুল ইসলাম ও শাহ আলমকে আটক এবং কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। এ বিষয়ে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানায় মামলা করা হয়েছে।

(ঢাকা টাইমস/১৮ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রিমিয়ার ব্যাংক কুমিল্লা ক্যান্টনমেন্ট শাখা নতুন ঠিকানায় স্থানান্তরিত 
গোপালভোগ-গোলাপখাসে শুরু সাতক্ষীরার আম মৌসুম
পারমাণবিক শক্তিধর ভারত-পাকিস্তানের মধ্যে কে এগিয়ে?
রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ দুজনের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা