পাবনায় যুবকের ২ হাতের কবজি কেটে দিল দুর্বৃত্তরা

পাবনার সাঁথিয়া উপজেলায় চুরি, ডাকাতি মারামারিসহ নয়টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আশরাফুল (৩২) নামে এক যুবকের দুই হাতের কবজি কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার দুপুরে সাঁথিয়া পৌরসভাধীন টেলিফোন এক্সচেন্জ অফিসের পাশে এ ঘটনা ঘটে।
আহত আশরাফুল সাঁথিয়া কলেজ পাড়া গ্রামের নুর ইসলামের ছেলে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে তবে হাত কাটা কব্জির সন্ধান পাওয়া যায়নি।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি একজন ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে থানায় নয়টি মামলা রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(ঢাকা টাইমস/২০ফেব্রুয়ারি/এসএ)
মন্তব্য করুন