সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
  প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৫
অ- অ+

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার রাত সোয়া ৭টার দিকে উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের চালা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামের আব্দুল মালেক আকন্দের ছেলে ফারুক হোসেন (৩২) ও ছানোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ রনি হোসেন (২৩)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া যাত্রীবাহী একটি বাস কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল। বাসটি চালা এলাকায় পৌঁছে অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এ ঘটনায় বেপরোয়া বাস ও চালককে আটক করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওষুধ ছাড়াই ঘরোয়া উপায়ে দূর করুন হজমের সমস্যা
সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে বাংলাদেশ: প্রেস সচিব
মে দিবস ২০২৫-এ বয়ে আনুক কর্মজীবীদের আশার আলো
৩২ বছর পর ৩১ জুলাই হতে যাচ্ছে জাকসু নির্বাচন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা