বিপিএল: চিটাগং কিংস থেকে পারিশ্রমিক পাওনা আফ্রিদির, যা বললেন বিসিবি সভাপতি

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ মার্চ ২০২৫, ১৯:১০
অ- অ+

বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল মানেই যেনো নিত্য নতুন নাটকের কারখানা। সদ্য শেষ হওয়া বিপিএলের ১১তম আসরে সবচয়ে বেশি আলোচনায় ছিল পারিশ্রমিক ইস্যু। চিটাগং কিংসের বিরুদ্ধে ঠিকমতো পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ করেছিলেন হোস্ট ইয়াশা সাগর ও কয়েকজন ক্রিকেটার। এবার একই অভিযোগ করলেন শুভেচ্ছাদূত ও মেন্টর হিসেবে আসা শহিদ আফ্রিদিও।

পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার জানান, তাকে চুক্তির মাত্র ১৯ শতাংশ পারিশ্রমিক দেওয়া হয়েছে। বারবার চেয়েও চিটাগংয়ের মালিক সামির কাদের চৌধুরির কাছ থেকে বাকি অর্থ আদায় করতে পারেননি। এমনকি চিটাগং কিংসের মালিক এখন তার ফোনও ধরছেন না।

ইতোমধ্যে এ বিষয়ে আফ্রিদি বিসিবি সভাপতি ফারুক আহমেদকে ই-মেইল করেছেন। ফারুক আহমেদও বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি জানিয়েছেন, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কোনো ফ্র্যাঞ্চাইজি কাকে নিয়োগ দেবে, সে বিষয়ে বিসিবির কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি বলেন, বোর্ডের দিক থেকে আমরা কোনোভাবে এর সঙ্গে সম্পৃক্ত নই। খেলোয়াড়দের চুক্তির ক্ষেত্রে বোর্ড জড়িত থাকে, কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের ক্ষেত্রে নয়।

তবে ফারুক আহমেদ স্বীকার করেছেন, শহীদ আফ্রিদির মতো একজন ক্রিকেটার যদি কোনো ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে অভিযোগ তোলেন, তাহলে সেটি দেশের ক্রিকেটের ভাবমূর্তির ওপর প্রভাব ফেলতে পারে। যদিও বিসিবির আইনগতভাবে কিছু করার নেই, তবে তিনি চিটাগং কিংসের মালিককে অনুরোধ করবেন আফ্রিদির পাওনা পরিশোধ করতে। তিনি বলেন, আমরা শুধু অনুরোধ করতে পারি, কারণ আইনি ভিত্তি নেই। তবে ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজি নির্বাচনের ক্ষেত্রে আরও সতর্ক হব।

এদিকে বিসিবি সভাপতি বর্তমানে লাহোরে আইসিসির আমন্ত্রণে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল দেখতে গেছেন। সেখানে তিনি অন্যান্য বোর্ডের শীর্ষ কর্তাদের সঙ্গে কূটনৈতিক আলোচনা করছেন। এরই ধারাবাহিকতায় তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভির সম্মতি আদায় করেছেন, যাতে পাকিস্তান দল জুলাই-আগস্টে বাংলাদেশ সফরে আসে। আলোচনায় তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টির একটি সিরিজ আয়োজনের বিষয়ে কথা হয়েছে।

ফারুক আহমেদ বিসিসিআই প্রধানের সঙ্গেও কথা বলেছেন ভারতের বাংলাদেশ সফর নিয়ে। তিনি বলেন, আগামী তিন বছরে আমরা ১১-১২টি হোম সিরিজ আয়োজন করব। ভারতের সফরটি আমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, বিশেষ করে টিভি সম্প্রচার স্বত্বের জন্য।

(ঢাকাটাইমস/০৬ মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণতন্ত্রের সমাজভূমি নির্মিত হলেই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে: তারেক রহমান
শেখ পরিবারের ৫ সদস্যের জমি-বাড়ি ক্রোক, রিসিভার নিয়োগের আদেশ
ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের চার যুদ্ধবিমান
নিজের ওপর চলা নির্যাতনের বর্ণনা দিয়ে বিচার চাইলেন রাশেদ খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা