নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস ফোরামের ইফতার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ মার্চ ২০২৫, ২২:২১
অ- অ+

নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস ফোরামের আয়োজনে ৩৬ জুলাই আন্দোলন ও বাংলাদেশ ২.০ গঠনে সশস্ত্র বাহিনীর সদস্য, বিশিষ্টজনদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সংগঠনের পক্ষ থেকে এ আয়োজন করা হয়। এরআগে স্বল্প পরিসরে আলোচনা এবং মতবিনিময় সভা হয়। যেখানে জুলাই আন্দোলনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণকারী অবসরপ্রাপ্ত সামরিক অফিসার, বিডিআর হত্যায় শহীদ পরিবার, গুম হত্যায় ক্ষতিগ্রস্ত এবং স্বৈরাচার আমলে বঞ্চিত ও চাকুরীচ্যুত অফিসার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির (অব.) অনুষ্ঠানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— সাবেক কুটনীতিক সাকিব আলী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল, মহিউদ্দিন এবি নাইম, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান, সাংবাদিক মেহেদী হাসান পলাশ, মেজর (অব.) ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন, রেজাউল করিম রনি, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা প্রমুখ। আলোচনা সভা ও ইফতার মাহফিলে ৫০ জনের বেশি সশস্ত্র বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত সামরিক ও বেসামরিক সকলে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যাতে করে কোনোভাবেই ব্যর্থ না হয় সে বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে এই সরকারকে ব্যর্থ করার যেকোনো ষড়যন্ত্র মোকাবেলার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। উপস্থিত সকলে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংগঠিত সকল গুম, হত্যা ও গণহত্যা সহ সকল অপরাধের ন্যায় বিচার দাবি করেন এবং প্রস্তাবিত সকল সংস্কার সম্পন্ন শেষে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

(ঢাকাটাইমস/০৭মার্চ/এসএস/মআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুলশান থানার মামলায় গ্রেপ্তার দেখানো হলো অভিনেতা সিদ্দিককে
রংপুরে রোহিঙ্গা নারীকে জন্মনিবন্ধন দেওয়ায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত
৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে আক্রমণ করতে পারে ভারত: আশঙ্কা পাক তথ্যমন্ত্রীর
কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৪ জনের মরদেহ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা