হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল মোহাম্মদপুর থানা পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ মার্চ ২০২৫, ০৯:৩৮| আপডেট : ২৭ মার্চ ২০২৫, ১০:১৬
অ- অ+

রাজধানীর আসাদগেট থেকে উদ্ধার পাঁচবছর বয়সী শিশু ইসমাইল আল মুন্সীকে পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছে পুলিশ।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুর থানার সাব-ইন্সপেক্টর শেখ কাদের আহমেদ তাকে পরিবারের জিম্মায় বুঝিয়ে দেন।

এর আগে একইদিন রাত সাড়ে 8টার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়। শিশুটি আসাদগেট সংলগ্ন তেল পাম্পের সামনে কান্নাকাটি করছিল। পরে কাউছার নামে একজন ব্যক্তি শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে পুলিশ শিশুটির পরিবারের খোঁজ শুরু করে।

মোহাম্মদপুর থানার এসআই শেখ কাদের আহমেদ বলেন, “সন্ধ্যায় শিশুটি আসাদগেট সংলগ্ন তেল পাম্পের সামনে কান্নাকাটি করছিল। ওই পথদিয়ে যাওয়া অনেকে তাকে আর্থিকভাবে সহায়তা করলেও পুলিশকে বিষয়টি কেউ জানায়নি। পরে একজন রিকশাচালক শিশুটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, যা দৃষ্টিগোচর হয় কাউছার নামে একজন ব্যক্তির। তিনি রিকশা থেকে ভুক্তভোগী শিশুটিকে নামিয়ে নিজেই থানায় নিয়ে আসেন। পরে থানায় একটি সাধারণ ডায়েরি হয় এবং শিশুটির পরিবারের সন্ধান শুরু করে। শিশুটি জানায়, তার নাম ইসমাইল। বাবার নাম ইউসুফ। বাড়ি ভাঙা মসজিদ। এরপর থানা পুলিশের একাধিক দল মসজিদটির অবস্থান খুঁজে বের করে। এরপর হারিয়ে যাওয়া শিশুটির বাবা-মায়ের সন্ধান পায়। পরে তাদেরকে থানায় এনে শিশুটিকে পরিবারের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়।”

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, “প্রাণচঞ্চল শিশুকে আমরা সাধ্যমতো খাবার ও খেলনা দিয়েছি, যাতে সে হারিয়ে যাওয়ার বিষয়টি ভুলে থাকতে পারে। একই সঙ্গে তার পরিবারের খোঁজ চালিয়ে যাওয়া হয়।”

এদিকে হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেয়ে আবেগাপ্লুত হয়ে যান ইসমাইলের বাবা ইউসুফ। ছেলের সন্ধান ও খুঁজে বের করে দেওয়ায় তিনি থানা পুলিশকে কৃতজ্ঞতা জানান। এসময় হৃদয়বিদারক দৃশ্যের অবতরণ হয়।

(ঢাকাটাইমস/২৭মার্চ/এসএস/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুপুরে চিন্ময়ের জামিন, সন্ধ্যায় স্থগিত চেম্বার আদালতে
গণতন্ত্রের সমাজভূমি নির্মিত হলেই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে: তারেক রহমান
শেখ পরিবারের ৫ সদস্যের ঢাকা-খুলনা-গোপালগঞ্জের জমি-বাড়ি ক্রোক
ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের চার যুদ্ধবিমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা