জেনেভায় বৈশাখী মেলা ও বর্ষবরণ

ইউরোপ ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২৫, ১৭:২০
অ- অ+

সংস্কৃতি বিদেশের মাটিতে সমুন্নত রাখতে এবং পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াসে সুইজারল্যান্ডের আন্তর্জাতিক শহর জেনেভায় যথাযোগ্য মর্যাদা ও ধুম ধামের সাথে উদযাপন করা হলো বাংলার ঐতিহ্যবাহী বৈশাখী মেলা ও বাংলা বর্ষবরণ-১৪৩২।

রবিবার জেনেভা শহরে বসবাসকারী বাংলার সংস্কৃতি প্রেমী প্রবাসী বাঙালিদের সংগঠন ‘জেনেভা বাংলাদেশ কমিউনিটি’ এর উদ্যোগে দিনব্যাপী এই বৈশাখী মেলা ও বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই বাঙালির ঐতিহ্যবাহী রং বেরঙের পোশাকে ও নানা ধরনের ব্যানার ও হরেক রকমের ফেস্টুন হাতে বাদ্যবাজনার তালে তালে বিপুল সংখ্যক বাঙালি ও বিভিন্নদেশের নারীপুরুষ, কিশোর-কিশোরী ও শিশুদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়।

বর্নাঢ্য এই শোভাযাত্রা শেষে জেনেভা উভ্রিয়ে ইউনিভার্সিটি অডিটোরিয়াম হলে বাংলাদেশের শাড়ি, চুড়ি, খেলনা, ঐতিহ্যবাহী পিঠা-পুলি, ফোস্কা-চাট ও খাবারের হরেক রকমের স্টল দর্শক ও অংশগ্রহণকারীদের জন্য খুলে দেয়া হয়। এদিন দুপুরে মধ্যাহ্নভোজে অংশ নেন মেলার উদ্যোক্তাসহ অংশগ্রহণকারী ও অতিথিবৃন্দ। মধ্যাহ্নভোজ শেষে সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে ও সদস্যসচিব মাসুম খান দুলালের সঞ্চালনায় বর্ষবরণ উপলক্ষে উপস্থিত অতিথিবৃন্দের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দেন জমাদার নজরুল ইসলাম, শ‍্যামল খান, খলিলুর রহমান, পলাশ বড়ুয়া, অশোক কুমার রবি, দেবনাথ মাধব, মশিউর রহমান প্রমুখ।

শশী খানের নেতৃত্বে ও সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় ও ফ্রান্স থেকে আগত শিল্পীদের সমন্বয়ে নাচ ও গানের এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভসূচনা হয়। এসময় সঞ্চালনায় সহযোগিতা করেন গৌড়ি চরণ সসীম। সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ এসো এসো গানের মাধ্যমে শুরু হওয়া এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন আশরাফুল ইসলাম আজাদ, গৌরিচরণ রিমি, সমিরন বড়ুয়া জিশু, রুমি বড়ুয়া, তুলি বড়ুয়া, শফিকুল আইয়ান জুনায়েদ, ভ‍্যানিলা বড়ুয়া প্রমুখ।

নৃত্যে ও ঐতিহ্য প্রদর্শনে অংশগ্রহণ করেন লিমা বড়ুয়া, বিনা ফিলিপ, শিশু শিল্পী মায়া জুনায়েদ রোডরিগেস, এলিনা গৌরিচরন, রিয়ানা গৌড়ীচরন, রুদ্র দেব বড়ুয়া, রাজদিপ বড়ুয়া, উৎস খান প্রমুখ।

(ঢাকা টাইমস/১৫এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নতুন ঘর পেল চার জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবার
ঈদের আগেই আসছে নতুন নোট, নকশায় থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি
টাঙ্গাইলে ৫ বছরেও অসমাপ্ত ব্রিজের নির্মাণকাজ! ঠিকাদার লাপাত্তা ৬ মাস 
সাবেক এনআইডি ডিজি সালেহ উদ্দিনের এনআইডি ‘ব্লকড’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা