স্বাধীনতা দিবস উপলক্ষে বাহরাইনে বাংলাদেশ দূতাবাস কূটনৈতিক সংবর্ধনার আয়োজন

বাহরাইন প্রতিনিধি
  প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২৫, ০৯:৩৫
অ- অ+

বাহরাইনে যথাযোগ্য মর্যাদায় ও আনন্দমুখর পরিবেশে বাংলাদেশের মহান স্বাধীনতার ৫৪তম বার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে কূটনৈতিক সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় দ্যা ডিপ্লোম্যাট রেডিসন ব্লু হোটেলে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর প্রতিনিধি মোহাম্মদ বিন মুবারক আল খলিফা। শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমি ফর ডিপ্লোম্যাটিক স্টাডিজের মহাপরিচালক রাষ্ট্রদূত ড. শাইখা মুনিরা খালিফা আল খালিফা।

এছাড়াও বাহরাইন শুরা কাউন্সিল এবং কাউন্সিল অফ রিপ্রেজেন্টেটিভের সদস্যবৃন্দ, রাষ্ট্রদূত ও কূটনীতিক, জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা, বাহরাইন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বাহরাইনি ব্যবসায়ী, সাংবাদিক, বাংলাদেশ স্কুল বাহরাইনের শিক্ষক ও ছাত্র-ছাত্রী, বাহরাইনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ও বাহরাইনের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর, বাংলাদেশের উপর সংক্ষিপ্ত প্রামাণ্য চিত্র প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাধীনতা দিবস উপলক্ষে কেক কাটা এবং সবশেষে আমন্ত্রিত অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়।

এছাড়া অনুষ্ঠানস্থল অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়। যেখানে চিত্র প্রদর্শনী এবং দেশি পণ্য ও ঐতিহ্যের সমাহার ঘটিয়ে বাংলাদেশ কর্ণার রাখা হয় যা দেশি-বিদেশী সকলকে মুগ্ধ করে।

রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার তার স্বাগত বক্তব্যের শুরুতেই ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন সেসব বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি তিনি আরো স্মরণ করেন ২০২৪ সালের জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানে নিহত সব শহিদের। তিনি তার আলোচনায় আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানান। বিশেষভাবে বাহরাইনের বাদশাহ শেখ হামাদ বিন ঈসা আল খালিফা এবং ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী শেখ সালমান বিন হামাদ আল খালিফার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

বিশেষ করে রাষ্ট্রদূত উপসাগরীয় দেশসমূহের মধ্যে বাহরাইনে উন্নয়ন, কূটনীতি, ক্রীড়াসহ বিভিন্ন সেক্টরে দেশটির সাফল্যের কথা তুলে ধরেন।

তিনি আরো বলেন, “স্বাধীনতা পরবর্তী ৫৪ বছরে বাংলাদেশ আজ পৃথিবীর বুকে অর্থনৈতিক উন্নয়নের কারণে সুখ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ ঐক্য, সমৃদ্ধ ও শান্তির পথে এগিয়ে যাচ্ছে।”

রাষ্ট্রদূত অনুষ্ঠানের প্রধান অতিথি এবং আগত অতিথিদের সঙ্গে নিয়ে দূতাবাস কর্তৃক আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

বাহরাইনস্থ বাংলাদেশ স্কুল এর শিক্ষার্থীরা দেশীয় গানের সাথে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রাষ্ট্রদূত অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য আগত অতিথিদের সাথে নিয়ে কেক কেটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের বিশেষ এই মুহূর্তটি উদযাপন করেন।

পরিশেষে রাষ্ট্রদূত অনুষ্ঠানে আগত অতিথিদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং উপস্থিত সকলকে নৈশভোজের আমন্ত্রনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন।

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুলশান থানার মামলায় গ্রেপ্তার দেখানো হলো অভিনেতা সিদ্দিককে
রংপুরে রোহিঙ্গা নারীকে জন্মনিবন্ধন দেওয়ায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত
৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে আক্রমণ করতে পারে ভারত: আশঙ্কা পাক তথ্যমন্ত্রীর
কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৪ জনের মরদেহ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা