জেনেভায় বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ

আইসিটি আদালতে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে সুইজারল্যান্ড আওয়ামী লীগ।
সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি জমাদার নজরুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শ্যামল খান।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল সাড়ে তিনটায় জেনেভা প্রশাসনের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ দূতাবাসের সামনে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কালো পতাকা ও বিভিন্ন প্ল্যাকার্ড হাতে উপস্থিত প্রবাসী বিক্ষোভকারীরা অতি দ্রুত জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে দেশের ক্ষমতা ফেরত দেওয়ার দাবি জানান।
আইসিটি আদালতে মামলার কার্যকলাপ অনতিবিলম্বে বন্ধ করার দাবি জানান বক্তারা।
পরবর্তীতে দূতাবাসে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।
(ঢাকাটাইমস/২৪এপ্রিল/মোআ)

মন্তব্য করুন