আমিনুল হকের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এনসিপি অপপ্রচার করছে: বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২৫, ২১:০৪
অ- অ+

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে জাতীয় নাগরিক পার্টি- (এনসিপি) নেতারা অপপ্রচার করছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার বিকালে মিরপুর ১১ নম্বর বাসস্ট্যান্ডে ঢাকা মহানগর উত্তরের আওতাধীন রূপনগর থানার সর্বস্তরের সচেতন নাগরিকের পক্ষ থেকে একটি প্রতিবাদ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে এমন অভিযোগ জানান সচেতন নাগরিক সমাজসহ নেতৃবৃন্দরা।

জাতীয় নাগরিক পার্টি- এনসিপিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পুনর্বাসন এবং গত ১৪ এপ্রিল সোমবার রূপনগরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর প্রেম সংক্রান্ত ঝামেলা নিয়ে এনসিপি নেতাদের বিশৃঙ্খলা হামলা দলীয়ভাবে নিয়ে মিথ্যা অপপ্রচার চালানোসহ বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এর বিরুদ্ধে ভুল তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তরের রূপনগর থানার সর্বস্তরের সচেতন নাগরিকের পক্ষ থেকে এ প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধনে রাজধানীর রূপনগরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের পাশাপাশি প্রায় ২০ সহস্রাধিক বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। গত ১৫ এপ্রিল রূপনগরে ঘটে যাওয়া প্রেম গঠিত ঘটনাকে কেন্দ্র করে মিরপুর-১০ নম্বর গোল চত্বরে অপপ্রচার চালায় এনসিপি। যেখানে প্রেমঘঠিত ঘটনাকে উল্লেখ না করে বিএনপি চাঁদাবাজি করে এই মর্মে বক্তব্য দেয় এনসিপি নেতারা। যেখানে ক্লিন ইমেজের নেতা আমিনুল হকের বিরুদ্ধেও মিথ্যা তথ্য ছড়ানো হয়। এমন বক্তব্যের অভিযোগ জানিয়ে বিএনপি নেতারা বক্তব্যে বলেন, বিএনপি নেতা আমিনুল হকের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এনসিপি অপপ্রচার করছে।

এ সময় বিএনপি নেতারা আরও বলেন- আমিনুল হকের বিরুদ্ধে যাই করেন, যত অপপ্রচার করেন তার কিছুই করতে পারবেন না। আমরা তৃণমূল বিএনপি নেতাকর্মীরা আমিনুল হক কে মাথায় করে রাখবো। আপনারা ভালো কাজ করার সুযোগ দেন, ভালো কাজকে অ্যাপ্রিশিয়েট করেন। কোন ব্যক্তি খারাপ কাজ করলে তার বিরুদ্ধে বলেন। কিন্তু একজন ভালো মানুষ ও দক্ষ সংগঠকের বিরুদ্ধে আপনারা এমন অপপ্রচার করতে পারেন না।

এ সময় বিএনপি নেতারা এনসিপি নেতাদের বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানায় এবং পাশাপাশি তাদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

পরে একটি বিক্ষোভ মিছিল মিরপুর-১১ নম্বর থেকে মিরপুর অরজিনাল ১০ হয়ে প্রশিকার মোড় দিয়ে রূপনগর আবাসিক মোড়ে এসে শেষ হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম মন্টুর সভাপতিত্বে প্রতিবাদ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন- মহানগর সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, আকতার হোসেন, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, হাজী মো. ইউসুফ, আফাজ উদ্দিন, মহানগর সদস্য শামীম পারভেজ, রেজাউর রহমান ফাহিম, হাফিজুর রহমান শুভ্র, হুমায়ুন কবির রওশান, নূরুল হুদা ভূইয়া নূরু, আশরাফুজ্জাহান হাহান, আবুল হোসেন আব্দুল, মাহবুবুর রহমান, তাসলিমা রিতা, স্বেচ্ছাসেবক দল মহানগর সভাপতি শেখ ফরিদ হোসেন, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিম সভাপতি রবীন খান, সাধারণ সম্পাদক আকরাম আহমেদ, রুপনগর থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হকসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

(ঢাকাটাইমস/১৭এপ্রিল/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ পরিবারের ৫ সদস্যের জমি-বাড়ি ক্রোক, রিসিভার নিয়োগের আদেশ
ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের চার যুদ্ধবিমান
নিজের ওপর চলা নির্যাতনের বর্ণনা দিয়ে বিচার চাইলেন রাশেদ খান
এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তার বদলি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা