যারা ভালো তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করুন, সংসদে পাঠান: নুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ এপ্রিল ২০২৫, ২০:৪৫
অ- অ+

যারা ভালো তাদেরকে নির্বাচিত করে সংসদে পাঠান বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর।

তিনি বলেন, ‘আমরা আর ফ্যাসিবাদী সরকার আওয়ামী জামানায় ফিরে যেতে চাই না। আমাদের কাছে ভোট দেওয়ার সময় এসেছে। এখন যদি পরিবর্তন করতে না পারি তাহলে আফসোস করতে হবে। আমি বলি না যে, আমার দলকে ভোট দেন। যারা ভালো তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠান।’

শনিবার পঞ্চগড় জেলা শহরের শেরে বাংলা মোড়ের মুক্তমঞ্চে পঞ্চগড় গণঅধিকার পরিষদ আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন। গণসমাবেশে সভাপতিত্ব করেন জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান নুর আসাদ।

নুরুল হক নুর বলেন, ‘আমরা বুকের রক্ত দিয়ে এ দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজ সরকারকে দূর করেছি। আমাদের আন্দোলনের ভয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে। অন্য নেতারা ভারতসহ বিভিন্ন দেশে গোপনে রয়েছে। ফ্যাসিবাদী সরকারের মন্ত্রী, এমপি ও আমলারা কোটি কোটি টাকা বিদেশে পাচার করে এ দেশকে খালি করেছে। দখলবাজ সরকারকে আমরা দেশ থেকে বিতাড়িত করেছি। গণঅভ্যুখানের পরেও দেশের সার্বিক অবস্থার পরিবর্তন হয় নাই। প্রশাসনের বিভিন্ন জায়গায় তারা ঘাপটি মেরে বসে আছে। এখন দেশ থেকে দখলবাজি আর চাঁদাবাজি বন্ধ হয় নাই। এখন দখলদার আর চাঁদাবাজ কারা? আমরা পরিবর্তনের রাজনীতিতে বিশ্বাস করি।’

তিনি বলেন, ‘গণঅধিকার পরিষদের রাজনৈতিক ক্যারিয়ারে দুর্নীতি, লুটপাট, দখলদারি, সন্ত্রাসীর অভিযোগ নেই। আমাদেরকে বিশ্বাস করে ভোট দিয়ে আমাদের হাতকে শক্তিশালী করতে পারেন। আমরা দেশকে বদলে দিতে চাই।’

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের পঞ্চগড়ের আহ্বায়ক সাজেদার রহমান সাজু, জাতীয় গণতান্ত্রিক পাটি জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান বিপ্লব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বিসহ গণঅধিকার পরিষদের কেন্দ্রী ও স্থানীয় নেতারা।

(ঢাকাটাইমস/২৬এপ্রিল/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণতন্ত্রের সমাজভূমি নির্মিত হলেই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে: তারেক রহমান
শেখ পরিবারের ৫ সদস্যের জমি-বাড়ি ক্রোক, রিসিভার নিয়োগের আদেশ
ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের চার যুদ্ধবিমান
নিজের ওপর চলা নির্যাতনের বর্ণনা দিয়ে বিচার চাইলেন রাশেদ খান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা