ময়মনসিংহ রেঞ্জের ইউনিটগুলো পরিদর্শন করলেন আনসার ডিজি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৪, ১৮:৪৯
অ- অ+

নিজ বাহিনীর কর্মকর্তা, কর্মচারী ও সদস্যদের দেশের সামাজিক নিরাপত্তা এবং আর্থ-সামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার নির্দেশনা দিয়েছেন আনসার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

মঙ্গলবার ময়মনসিংহ রেঞ্জের বিভিন্ন ইউনিট পরিদর্শনে গিয়ে তিনি এ নির্দেশনা দেন।

আনসার সদরদপ্তরের এক বার্তায় জানানো হয়, এদিন আনসার মহাপরিচালক তার সফরে ময়মনসিংহ রেঞ্জ অফিস, ময়মনসিংহ জেলরোড আনসার-ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন এবং বৃক্ষরোপণ করেন। পরে তিনি রেঞ্জের বিভিন্ন ইউনিট প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন এবং উন্নয়ন কার্যক্রমে বাহিনীর ভূমিকা জোরদার করার আহ্বান জানান।

এরপর মহাপরিচালক ফুলবাড়ীয়ার ঐতিহ্যবাহী কালাদহ আনসার-ভিডিপি ক্লাব পরিদর্শন করেন।

বুধবার শেরপুরের নালিতাবাড়ী অবস্থিত ৩২ আনসার ব্যাটালিয়নে সফরের জন্য ময়মনসিংহ যাচ্ছেন তিনি। এ সফরে তার সঙ্গী হিসেবে আছেন বাহিনীর উপপরিচালক (সমন্বয়) নাজমুছ সালেহীন নূর।

ঢাকাটাইমস/১৯নভেম্বর/এসএস

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি: প্রধান উপদেষ্টা
ক্যানসারে আক্রান্ত বৃদ্ধের পাশে অভিনেত্রী মুক্তি
বৃহস্পতিবার থেকে স্বাভাবিক নিয়মে সাজেক ভ্রমণ করতে পারবেন পর্যটকরা
সংবিধান সংস্কার কমিশনের কাছে ১৮ প্রস্তাব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা