শ্রীপুরে কাভার্ডভ্যানচাপায় নারী পোশাক শ্রমিক নিহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২৪, ১৭:৪৪| আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ১৮:১৫
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাভার্ডভ্যানচাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার মুলাইদ এলাকার হাসিন সোয়েটার কারখানা সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় স্থানীয়রা কাভার্ডভ্যানটি আটক করেছে।

নিহত নারী হলেন হেলেনা আক্তার (২৫)। তিনি সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার লামাপারকুল গ্রামের মো. আজাদুর রহমানের স্ত্রী। তিনি শ্রীপুরে ভাড়া বাসায় থেকে স্থানীয় হাসিন সোয়েটার কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

হেলেনার স্বামী আজাদুর রহমান জানান, তিনি কারখানায় কাজ শেষে বড় বোন আয়েশা আক্তারের বাড়িতে যাচ্ছিলেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির গাড়ির চাপায় তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে হাসপাতালে গিয়ে স্ত্রীকে মৃত অবস্থায় দেখতে পান।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং কাভার্ডভ্যানটি আটক করে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।

(ঢাকা টাইমস/২৮নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাবি এলাকায় গাছ থেকে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভার্টিগো: কতটা ভয়ানক এ রোগ? চিকিৎসাই বা কী
রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে সহায়তা করবে ইউএনএইচসিআর
ইসলামী ব্যাংক কর্মকর্তার সিএসএএ ফেলোশিপ অর্জন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা