পেঁয়াজ বীজের মূল্যবৃদ্ধি: লাভের বদলে লোকসানের শঙ্কায় কৃষকরা

সায়েম খান, হরিরামপুর (মানিকগঞ্জ)
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২৪, ১৬:১৮| আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ১৬:২৯
অ- অ+

পেঁয়াজের রাজধানী খ্যাত মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা। এখানে মৌসুমে বেশির ভাগ জমিতেই পেঁয়াজ উৎপাদন হয়। তবে লাগামহীন পেঁয়াজ বীজের দামের কারণেই সামনের চলতি মৌসুমে শঙ্কায় রয়েছেন স্থানীয় পেঁয়াজ চাষিরা। প্রতি বিঘা জমিতে পেঁয়াজ চাষে কৃষকদের গুনতে হচ্ছে প্রায় লক্ষাধিক টাকা। দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির প্রভাব যেন বাজার ছাড়িয়ে পৌঁছে গেছে কৃষকের মাঠেও।

চলতি মৌসুমে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ব্যাপক আকারে হয়েছে কন্দ পেঁয়াজের চাষ। তবে অন্যান্য বছরের তুলনায় এবার পেঁয়াজ চাষে অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে কৃষকদের। পেঁয়াজ বীজ (গুটি পেয়াজ), শ্রমিক, সারসহ উৎপাদন কাজে ব্যবহৃত সকল পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় পেঁয়াজ চাষের খরচ প্রায় দ্বিগুণে পৌঁছেছে। এতে সকল খরচের মাঝেও লাভ করতে পারবে কি না সে দুশ্চিন্তায় রয়েছে কৃষকরা। তবে পেঁয়াজ চাষে খরচ বাড়লেও বসে নেই চাষিরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার প্রতিটি ইউনিয়নেই পুরোদমে চলছে পেঁয়াজের চাষাবাদ। সেই সাথে হালি পেঁয়াজের বীজতলা পরিচর্যার কাজেও ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।

উপজেলার চালা ইউনিয়নের লাউতা গ্রামের শহিদ নামের এক কৃষক জানান, এ বছর পেঁয়াজ চাষে খরচ অনেক বেড়ে গেছে। গত বছর প্রতি পাখি (বিঘা) জমিতে পেঁয়াজ চাষে খরচ হয়েছিল ৬০ থেকে ৭০ হাজার, কিন্তু এ বছর খরচ এক লাখ টাকারও বেশি হবে।

উপজেলার বাল্লা ইউনিয়নের খেরুপাড়া গ্রামের কৃষক শাহজাহান বলেন, আমি এ বছর ৩ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছি। আমার প্রায় সাড়ে তিন লাখ টাকার মতো খরচ হবে। ফসল তুলতে তুলতে যদি পেঁয়াজের দাম পড়ে যায় তাহলে লস হবে। আর যদি ৪ হাজার টাকার উপরে পেঁয়াজের বাজার থাকে তাহলে কিছুটা লাভ হতে পারে।

একই ইউনিয়নের শরফদিনগর গ্রামের কৃষক মুজিবুর মোল্লা জানান, এ বছর তিনি ৪ বিঘা জমিতে কন্দ পেঁয়াজ চাষ করেছেন। তবে অন্যান্য বছরের তুলনায় এ বছর খরচ অনেক বেশি হয়েছে। এবার গুটি পেঁয়াজই কিনতে হয়েছে তার ১৬ হাজার টাকা মণ দরে। সব খরচ মিলয়ে প্রতি বিঘায় খরচ লাখ টাকার উপরে। ফলন যদি ভালো না হয় ও পেঁয়াজের বাজার ৪ হাজার টাকা মণের নিচে নেমে গেলে নিশ্চিত লস হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে হরিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান খান বলেন, এ বছর পেঁয়াজের উৎপাদন খরচ বেশি হলেও কৃষকরা ভালো দাম পাচ্ছেন। যে কারণে পেঁয়াজ চাষিদের লোকসানের সম্ভাবনা কম। এ বছর পেঁয়াজের ফলন গত বছরের তুলনায় ভালো হবে বলে আশা করছি।

(ঢাকা টাইমস/০১ডিসেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী বিশ্বের দুই বৃহত্তম বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান
সার্বভৌমত্ব-গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: তারেক রহমান
সাইবার আইনে মামলা করলেন সারজিস আলম
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা: চবির ৭৩ শিক্ষার্থী বহিষ্কার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা