চুয়াডাঙ্গায় যুব মহিলা লীগ নেত্রী গিনি ইসলাম গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:৪৫| আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:৫১
অ- অ+

চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক গিনি ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শহরের ঈদগাহ পাড়া থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।

গিনি ইসলাম চুয়াডাঙ্গা পৌর এলকার ঈদগাহ পাড়ার রফিকুল ইসলামের স্ত্রী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পুলিশ ঈদগাহ পাড়া এলাকায় গিনি ইসলামের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা হেফাজতে নেওয়া হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অপারেশন) হোসেন আলী।

তিনি বলেন, ‘গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনা ঘটে। ওই হামলায় হাসনা জাহান খুশবু নামে এক শিক্ষার্থী আহত হন। পরে ৩ অক্টোবর তিনি বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা করেন।

ওসি জানান, ওই মামলা তদন্ত করে গিনি ইসলামের জড়িত থাকার প্রমাণ পায় পুলিশ। পরে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে আদালতে পাঠানো হবে।

(ঢাকাটাইমস/৪ডিসেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইএসআই প্রধানের বাংলাদেশ সফরের খবর মিথ্যা: সিএ প্রেস উইং
ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত
প্যানিক অ্যাটাক কী, কেন হয়, কতটা ভয়ানক, করণীয়ই বা কী?
ফেনীর রাজত্ব নিয়ে দুই হাজারীর দ্বন্দ্ব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা