ভোজ্যতেল আমদানিতে ভ্যাট কমল আরও ৫ শতাংশ
দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ভোজ্যতেলের ওপর বর্তমানে প্রযোজ্য আমদানি পর্যায়ের মূল্য সংযোজন কর (মূসক) ১০ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে।
মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এতে বলা হয়, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ভোজ্যতেলের ওপর বর্তমানে প্রযোজ্য আমদানি পর্যায়ের ভ্যাট ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। ভোজ্যতেলের এ অব্যাহতি সুবিধা আগামী ১৫ই ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।
এর আগে বাজারে চাল, আলু, পেঁয়াজ, ডিম, ভোজ্যতেল ও চিনির সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে শুল্ক অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে এনবিআর।
প্রসঙ্গত, তেলের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে গত ১৭ অক্টোবর পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন ও পাম তেল সরবরাহের ক্ষেত্রে স্থানীয় উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে আরোপনীয় পাঁচ শতাংশ মূসক (মূল্য সংযোজন কর) অব্যাহতি দেয়া হয়। ফলে বর্তমানে কেবল আমদানি পর্যায়ে পাঁচ শতাংশ মূসক বলবৎ থাকলো।
(ঢাকাটাইমস/১৯নভেম্বর/এমআর)
মন্তব্য করুন