কমিউনিটি ব্যাংক থেকে সাজেদা ফাউন্ডেশনের মাধ্যমে কিডনি ডায়ালাইসিস রোগীদের আর্থিক সহায়তা 

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২৪, ১৭:১৮
অ- অ+

কিডনি ডায়ালাইসিস রোগীদের আর্থিক সহায়তায় বেসরকারি প্রতিষ্ঠান সাজিদা ফাউন্ডেশনের মাধ্যমে ১৫ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। কিডনি জটিলতা সংক্রন্ত বিষয়ে কোনো রোগী যেন আর্থিক বাধার সম্মুখীন না হন, সেটি বিবেচনা করেই এ সহায়তা দেয়া হয় বলে জানান আয়োজকেরা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সাজেদা ফাউন্ডেশনের গুলশান কার্যালয়ে কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটির অংশ হিসেবে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে কিডনি ডায়ালাইসিস পরিষেবা নিশ্চিত করতে স্বাস্থ্য খাতে সাজেদা ফাউন্ডেশনকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মসিহুল হক চৌধুরীর হাত থেকে পে-অর্ডারটি গ্রহণ করেন, সাজেদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহেদা ফিজ্জা কবির।

এ সময় অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকা টাইমস/২৮নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে সহায়তা করবে ইউএনএইচসিআর
ইসলামী ব্যাংক কর্মকর্তার সিএসএএ ফেলোশিপ অর্জন
যুবদল সভাপতি মুন্নার বোনের ইন্তেকাল, বিএনপি মহাসচিবের শোক
প্রধান উপদেষ্টার সঙ্গে ফিনল্যান্ডের প্রেসিডেন্টের বৈঠক, আলোচনা হলো যেসব বিষয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা