ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছুঁই ছুঁই, আক্রান্ত ছাড়াল ৯৩ হাজার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২৪, ১৭:৫০
অ- অ+

এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯৭ জনে। এরমধ্যে সদ্য সমাপ্ত নভেম্বর মাসেই মারা গেছেন ১৭৩ জন, যা এ বছর এক মাসে সর্বোচ্চ মৃত্যু।

অপরদিকে মশাবাহী রোগটিতে আক্রান্ত হয়ে গত এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০৫ জন। এতে চলতি বছর ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্য ৯৩ হাজার ছড়িয়ে গেছে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫৪, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯০, ঢাকা বিভাগে ১৫৯, চট্টগ্রাম বিভাগে ৭৩, খুলনা বিভাগে ৯৬ জন, বরিশাল বিভাগে ৬০ জন রয়েছে। এছাড়া রাজশাহী বিভাগে ৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ২২ জন, রংপুর বিভাগে ১০ জন এবং সিলেট বিভাগে ২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৯৩ হাজার ৫৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৬৩ দশমিক ২০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮০ শতাংশ নারী রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজসেন মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে, বাকি দুই জন ঢাকা বিভাগ ও খুলনা বিভাগের বাসিন্দা। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৯৭ জনের।

এদিকে গত একদিনে সারা দেশে ৭৯১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৮৯ হাজার ৭৮০ জন।

(ঢাকাটাইমস/০২ডিসেম্বর/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্যক্তিগত সফরে কক্সবাজারে মির্জা ফখরুল
বাংলাদেশ-ভারত সম্পর্ক ‘স্বতন্ত্র’, অন্যদের ওপর নির্ভর করে না: জয়সওয়াল
শ্রমজীবী মানুষের সমস্যা সমাধানই হবে এবি পার্টির শ্রমিক রাজনীতি: মজিবুর রহমান মঞ্জু 
কোকোর কবরে বিএনপি নেতা জনির শ্রদ্ধা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা