জোৎস্নাস্নাত রাতে চা বাগান
আকাশটা ছলছল করছে ভরা জোৎস্নায়
কী অপরূপ আধো আলোতে চা বাগান
তারার পসরা সাজিয়ে ভরপুর জোৎস্না
দোলনার গা চিকচিক করছে এই আলোতে
মায়াবী চৈতন্যে চাঁদ সেজেছে
পাতাবাহারের ফুলগুলোও হাসছে লাজে নুয়ে পড়েছে নববধূর মতন
ঘোমটা টেনেছে সবুজ পাতায়
বাংলোর নেভানো বাতিতে দ্যুতিময় জোৎস্না
সাদা দেয়ালগুলো হাসছে যেন
আমার হাতেও খানিকটা আলো
এত নিমগ্ন থাকিনি কোনোদিন
তোকে নিয়ে
আজ অন্যরকম এক প্রেমিক তুই
জোৎস্না আর আমি এক মূর্তমান ভালোবাসা।ছায়াগাছগুলো ঢেকে দিয়েছে চা গুল্মকে
ছোট ছোট সবুজ টিলা চারদিকে
সব স্পষ্ট
এটা আলো আঁধারের এক অনন্য খেলা
আমি উপভোগ করি আরও বেশি তখন
চোখ জুড়িয়ে মনের ক্লান্তি হারে
মনের দুয়ারে এখন শীতের আগমনী
বিহ্বলিত করে আমায়
নেপচুন চা বাগানে আজ জোৎস্না উদযাপন
প্রাণবন্ত আর মুখরিত আলোক ধারায়।মন্তব্য করুন