গুম কমিশনের সুপারিশে নিরাপত্তা বাহিনীর কাউকে বরখাস্ত করা হয়নি: কমিশন প্রধান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২৪, ২২:৪৯| আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১২:৫২
অ- অ+

দেশে বলপূর্বক গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের সুপারিশের ভিত্তিতে দেশের কোনো নিরাপত্তা বাহিনী তাদের কোনো কর্মকর্তা বা সদস্যকে বরখাস্ত করেনি।

রবিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বেশ কয়েকটি টিভি চ্যানেল এ বিষয়ে ভুল সংবাদ প্রচার করছে।

প্রেস উইং আরও জানায়, গুম বিষয়ক তদন্ত কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এমন কোনো সুপারিশ কমিটি থেকে করা হয়নি।

কমিশন প্রধান বলেন, ‘আমাদের সুপারিশের ভিত্তিতে দেশের নিরাপত্তা বাহিনীর ২২ সদস্যকে বরখাস্ত করা হয়েছে-- তথ্যটি মিথ্যা। এটি একটি ভুয়া খবর।’

তিনি আশা প্রকাশ করেন, টিভি চ্যানেলগুলো তথ্যটি সংশোধন করে সংবাদ প্রচার করবে।

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/এমআর)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যড়যন্ত্র মোকাবিলায় আমরা সজাগ আছি, ঐক্যবদ্ধ আছি: প্রধান উপদেষ্টা
ক্যানসারে আক্রান্ত বৃদ্ধের পাশে অভিনেত্রী মুক্তি
বৃহস্পতিবার থেকে স্বাভাবিক নিয়মে সাজেক ভ্রমণ করতে পারবেন পর্যটকরা
সংবিধান সংস্কার কমিশনের কাছে ১৮ প্রস্তাব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা