আইসিসিকে ভারতের ওপর কর্তৃত্ব দেখাতে বললেন শহিদ আফ্রিদি

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২৪, ১৬:২৬
অ- অ+

আগামী বছরের শুরুতে পাকিস্তানের মাটিতে বসছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসন্ন এই আসরকে ঘিরে শঙ্কা যেনো কাটছেই না। কেননা নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে ক্রিকেট খেলতে যেতে রাজি নয় ভারতীয় দল। ছাড় দিতে রাজি নয় পাকিস্তানও। নিজেদের জায়গায় অটল পাকিস্তান। ভারতও মত পাল্টাতে নারাজ।

সব মিলিয়ে আগামী বছর পাকিস্তানের মাটিতে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বাড়ছে উত্তেজনাও। এই অবস্থায় আইসিসিকে ভারতের ওপর কর্তৃত্ব দেখাতে বলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।

চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন নিয়ে আজ বৈঠক হওয়ার কথা রয়েছে আইসিসির। যেখানে এর একটা সমাধান আসতে পারে। যেখানে ভারতের দাবি মেনে পাকিস্তান হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে পারে। তবে কোনো কারণে সেটি না হলে হয়তো পাকিস্তান থেকে চ্যাম্পিয়নস ট্রফির আয়োজনই সরে যেতে পারে।

আর এই সবই যে হচ্ছে ভারতের কারণে। তা সকলেরই জানা। আফ্রিদিও তাই ভারতকেই দায়ী করেছেন। ভারতকে খেলার সঙ্গে রাজনীতিকে না জড়ানোর কথা বলেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আফ্রিদি লিখেছেন, ‘বিসিসিআই খেলার সঙ্গে রাজনীতি মিশিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে অনিশ্চিত অবস্থায় ফেলেছে। হাইব্রিড মডেলের বিরুদ্ধে পিসিবির অবস্থানকে পূর্ণ সমর্থন করছি।’

তিনি আরও বলেন, ‘যেহেতু পাকিস্তান (নিরাপত্তা শঙ্কা সত্ত্বেও) ২৬/১১ এর পর দ্বিপাক্ষিক সাদা বলের সিরিজসহ পাঁচবার ভারত সফর করেছে। আইসিসি ও এর পরিচালনা পর্ষদের নিরপেক্ষতা বজায় রাখার এবং তাদের কর্তৃত্ব দেখানোর সময় এসেছে।’

(ঢাকাটাইমস/২৯ নভেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফুটপাত ও রাস্তায় চলাচলে সাধারণ মানুষের স্বস্তি ফেরাতে কাজ করছে পুলিশ
দুর্বৃত্তদের গুলিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি-সম্পাদক সুজন-অয়ন গ্রেপ্তার 
জনগণের ঐক্যই নতুন একটি গণতান্ত্রিক পথে নিয়ে যাবে: জোনায়েদ সাকি 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা