ঢাকা-মাওয়া মহাসড়কে বাস-পিকআপ সংর্ঘষে আহত ৭
ঢাকা মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় যাত্রীবাহী বাস ও পিকাপের সংর্ঘষে ৭ জন আহত হয়েছে। আহতরা সবাই পিকআপের যাত্রী। এর মধ্যে ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার সকালে সমেষপুর বাস স্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মাওয়া থেকে ছেড়ে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা প্রচেষ্টা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকাআপের ৭ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর মহাসড়কে ১ ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে রেকার দিয়ে দুর্ঘটানা কবলিত গাড়ি সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
শ্রীনগর থানার (ওসি) সাহেদুর রহমান জানান, বাস ও পিকাপভ্যানের সংর্ঘষের ঘটনায় ৭ জন আহত হয়েছেন। তারা সবাই পিকআপের যাত্রী।
(ঢাকাটাইমস/১০অক্টোবর/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন