চাঁদপুরে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ে আটক ১

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ অক্টোবর ২০১৬, ১৭:১৭
অ- অ+

চাঁদপুর শহরে রাতে ব্যবসায়ীর গলায় ছুরি ধরে নগদ ১৪ হাজার টাকা ছিনতাইয়ের মামলায় শহরের মুন্সেফপাড়ার যুবককে শুক্রবার দুপুরে আটক করেছে পুলিশ।

আটক যুবক চাঁদপুর শহরের মুন্সেফপাড়ার সুমন পাটোয়ারী। তার বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে ব্যবসায়ী বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় মামলা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে ব্যবসায়ী নিতাই বাড়ি যাওয়ার সময় সুমন পাটোয়ারী, মানিক ও অহিদ তার গলায় ছুরি ধরে নগদ ১৪ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তিনি থানায় এসে অভিযোগ করেন।

সুমনকে আটককারী চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক মাহবুব আলম মন্ডল জানান, ‘অভিযোগের ভিত্তিতে সমুনকে আটক করা হয়। তার সাথে আরো দুই সহযোগীকে আটকের চেষ্টা চলছে।’

(ঢাকাটাইমস/১৪ অক্টোবর/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিজয় দিবসে যান চলাচলে ডিএমপির বিশেষ নির্দেশনা
বেনজীর আহমেদ ও সাবেক এনবিআর কর্মকর্তা মতিউরের বিরুদ্ধে দুদকের মামলা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগের দিন টি-টোয়েন্টি দলে ডাক পেলেন নাহিদ রানা
মুক্তিযোদ্ধা সমাবেশে উপস্থিত থাকবেন খালেদা জিয়া! 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা