ট্রেনে সেনা সদস্য হত্যা: আটক ২
কুমিল্লায় ট্রেনে দুষ্কৃতকারীদের নির্মম ছুরিকাঘাতে সেনা সদস্য হত্যায় দুই জনকে বুধবার আটক করা হয়েছে।
আটকরা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার চম্পকনগর গ্রামের বাবুল এবং চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার মৌলভীপাড়া ইস্কান্দর বাড়ির নয়ন প্রকাশ জনি।
গোপন সংবাদে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের বুধবার কুমিল্লার আদালতে প্রেরণ করা হয়।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কান্তি বড়ুয়া জানান, ঘটনার পর পরই দুষ্কৃতকারীদের চিহ্নিত করে ধরতে পুলিশ ব্যাপক অভিযান শুরু করে। আটক ওই দুইজনকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা ট্রেনের ছাদে ডাকাতি এবং ওই সেনা সদস্যকে ডাকাতি শেষে ট্রেনের ছাদ থেকে ফেলে দিয়ে হত্যার কথা স্বীকার করে।
গত শনিবার অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের নির্মম ছুরিকাঘাতে বগুড়া সেনানিবাসের ওয়ান সিগন্যাল ব্যাটেলিয়ান সদস্য আবদুর রহমান নিহত হন। ওই দিন সকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথের নাঙ্গলকোট স্টেশনের অদূরে গোত্রশালে ডাবল রেল লাইনের মাঝখান থেকে তার লাশ লাকসাম পুলিশ লাশ উদ্ধার করে। নিহত ওই সেনা সদস্যের বাড়ী চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মদনেরগাঁও গ্রামে।
(ঢাকাটাইমস/২৬ অক্টোবর/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন